রীতিমতো উড়ছিল ঢাকা ডায়নামাইটস। কিন্তু সোমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে চমকে দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটিকে ৪ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়ান্স। একইসঙ্গে উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকার ১২৮ রান কুমিল্লা তুলে নিয়েছে ২ বল বাকি রেখেই। হার দিয়ে যাত্রা শুরুর পর সপ্তম ম্যাচে ঢাকা পুনরায় সেই অভিজ্ঞতা হল সাকিবের ঢাকার। ছয় ম্যাচে পঞ্চম জয়ে শীর্ষে কুমিল্লা।
এদিন বল হাতে ঝড় তুলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার হাসান আলি। তারপর শোয়েব মালিকের ব্যাটে ঝড়। তারই পথ ধরে রোমাঞ্চকর ম্যাচ জিতেছে কুমিল্লা। শেষ ওভারে জিততে কুমিল্লার দরকার ছিল ৬ বলে ৯ রান। সেই লক্ষ্যটা সহজেই পূরণ করেছে তারা।
ম্যাচে ১৮.৩ ওভারে ১২৮ রানেই অলআউট হয় সাকিব আল হাসানের দল। ৩.৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ঢাকাকে বিপদে ফেলেন হাসান। এরপর তাদের পাকিস্তানি আরেক রিক্রুট শোয়েব ব্যাট হাতে পথ দেখান। ৫৩ বলে ৪ চার ও ১ ছয়ে ৫৪ রানে অপরাজিত ছিলেন শোয়েব।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস: ১৮.৩ ওভারে ১২৮ (নারাইন ৭৬, লুইস ৭, মারুফ ০, সাঙ্গাকারা ২৮, পোলার্ড ১, সাকিব ৩, মোসাদ্দেক ১, জহুরুল ২, সাদ্দাম ১, আমির ৬*, আবু হায়দার ০; মেহেদি ০/৩৩, হাসান ৫/২০, রশিদ ১/১৭, মালিক ০/১৬, সাইফ উদ্দিন ২/২৯, আল আমিন ০/১২)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৯.৪ ওভারে ১২৯/৬( তামিম ১৮, লিটন ০, ইমরুল ২০, মালিক ৫৪*, ড্যারেন ব্রাভো ১২, বাটলার ১১, সাইফ উদ্দিন ৪, মেহেদি ৩*; আমির ২/২৮, আবু হায়দার ১/২৫, নারাইন ২/১৭, সাকিব ০/২৩, সাদ্দাম ১/৩৬)
ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: হাসান আলি
Discussion about this post