অধিনায়ক হিসেবে সর্বশেষ সিরিজটা একেবারেই ভাল কাটেনি মুশফিকুর রহীমের। দক্ষিণ আফ্রিকা সফরের সেই দুঃস্বপ্ন এখনো ভুলতে পারেন নি তিনি। কিন্তু ব্যাটসম্যান হিসেবে আগের মতোই সফল তিনি। তারি্ পথ ধরে ভারতের জনপ্রিয় চ্যানেল ‘স্টার স্পোর্টস’ এর ২০১৭ সালের সেরা ৫ টেস্ট ব্যাটসম্যানের তালিকায় উঠে এসেছেন তিনি। ক্রিকেটপ্রেমীদের ভোটে ‘টপ থ্রি’ টেস্ট ব্যাটসম্যান নির্বাচন করবে চ্যানেলটি। এখন পর্যন্ত ৯ শতাংশ ভোট পেয়ে তালিকার পাঁচে রয়েছেন মুশি।
নাম্বার ওয়ানে ভারতের চেতেশ্বর পুজারা। তিনি শনিবার সন্দ্যা পর্যন্ত পেয়েছেন ৬২ শতাংশ ভোট। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন আছেন এরপরই। চার নম্বর চেয়ারটা যথাক্রমে দখল করেছেন ইংলিশ ক্রিকেটার জো রুট।
২০১৭ সালে ৮টি টেস্ট খেলেছেন মুশফিক। রান করেন ৭৬৬। ব্যাটিং গড় ৫৪.৭১। সর্বোচ্চ সংগ্রহ ১৫৯। সেঞ্চুরি ২টি আর হাফসেঞ্চুরি ৩টি। উইলিয়ামসন ২০১৭ সালে ৫ টেস্ট খেলে করেন ৪৬৮ রান। সর্বোচ্চ সংগ্রহ ১৭৬। ব্যাটিং গড় ৭৮। ৯ টেস্ট খেলে ৯০৩ রান চেতেশ্বর পূজারার। ইংলিশ ব্যাটসম্যান জো রুট ৭ টেস্টে করেছেন ৭২৯ রান।
স্টার স্পোর্টসের অফিসিয়াল ফেসবুক পেজে ঢু মেরে আপনিও ভোট দিতে পারেন। ক্লিক করুন এই ঠিকানায়- https://www.facebook.com/starsportsindia/posts/1241229329354937
Discussion about this post