শেষ দল হিসেবে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পেরু। নিউজিল্যান্ডকে হারিয়ে ফুটবলের সেরা টুর্নামেন্টে উঠে গেছে দলটি। এরইমধ্যে ২০১৮ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ড হয়েছে।
রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব নির্ধারণ হবে ১ ডিসেম্বর, মস্কোয়। যেখানে ৩২ দলকে ভাগ করা হবে মোট আটটি গ্রুপে। আপাতত ড্র-য়ের জন্য ফিফা র্যাংকিং অনুযায়ী চারটি পট-এ আটটি করে দলগুলোকে রাখা হয়েছে।
র্যাংকিং অনুযায়ী স্বাগতিক রাশিয়ার সঙ্গে শীর্ষ ৭ দেশকে রাখা হয়েছে পট ১-এ। পরের পটে রয়েছে র্যাংকিংয়ের আরও ৮ দল। এভাবে র্যাংকিং অনুযায়ী পরের দুটি পটেও আটটি করে দল থাকছে।
এক নজরে রাশিয়া বিশ্বকাপের ৩২ দল
পট ১: রাশিয়া, জার্মানি, ব্রাজিল, পুর্তগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড, ফ্রান্স।
পট ২: স্পেন, পেরু, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, কলম্বিয়া, ম্যাক্সিকো, উরুগুয়ে, ক্রোয়েশিয়া।
পট ৩: ডেনমার্ক, আইসল্যান্ড, কোস্টারিকা, সুইডেন. তিউনিশিয়া, মিশর, সেনেগাল, ইরান।
পট ৪: সার্বিয়া, নাইজেরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, মরক্কো, পানামা, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব
Discussion about this post