রীতিমতো রোমাঞ্চ ছড়াল সাকিবের ঢাকা ডায়নামাইটস ও মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সের লড়াই। পেন্ডুলামের মতো ঝুলে থাকল ম্যাচের ভাগ্য। খেলা গড়াল শেষ ওভারে। তখনো নিশ্চিত করে বলা যাচ্ছে জিতছে কারা? শেষ পর্যন্ত
উত্তেজনা ছড়িয়ে মঙ্গলবার মাত্র এক বল বাকি থাকতে ৪ উইকেটের জয় তুলে নিল ঢাকা ডায়নামাইটস।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয়বার মুখোমুখি হয় ঢাকা ও খুলনা। টানা তৃতীয় জয়ের সন্ধানে ছিল দুটি দলই। আগে ব্যাট করা খুলনা নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১৫৬ রান। ২৯ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন ব্রাথওয়েইট। জবাব দিতে নেমে চ্যাম্পিয়ন ঢাকা ৬ উইকেট হারিয়ে ১ বল বাকি থাকতে জয় তুলে নিয়েছে। কাইরন পোলার্ড ব্যাট হাতে ২৪ বলে ৫৫ রান করে এনে দিয়েছেন দুর্দান্ত এই জয়।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন ডায়নামাইটস অধিনায়ক সাকিব। ব্যাটিংয়ে নেমে ওপেনার নাজমুল হোসেন শান্ত ২৫ বলে তুলেন ২৪ রান। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১০ বলে ১৪ রান করেন। তবে দাপুটে ছিলেন কার্লোস ব্রাথওয়েইট। ২৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। ৪টি চার আর ৬টি ছক্কায় ২৯ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন ব্রাথওয়েইট।
শহীদ আফ্রিদি ৪ ওভারে ২৩ রান দিয়ে ১টি, সাকিব আল হাসান ৩ ওভারে ৩২ রান দিয়ে ১টি, আবু হায়দার রনি ৪০ রান দিয়ে ২টি, সুনীল নারাইন ৪ ওভারে ২২ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।
১৫৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে শুরুটা ভাল হয়নিঢাকার। ৪১ রানে আউট টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যান। তারপরই কাইরন পোলার্ড ২৪ বলে ঝড় তুলে করেন ৫৫ রান। তার ইনিংসে ছিল তিনটি চার এবং ৬টি ছক্কা। জহুরুল ইসলাম ৩৯ বলে ৫টি চারের সাহায্যে ৪৫ রান করে অপরাজিত ছিলেন। মোসাদ্দেক হোসেন ১২ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। খুলনার শফিউল ইসলাম ৪ ওভারে ২৪ রান দিয়ে ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইটানস: ২০ ওভারে ১৫৬/৫ (শান্ত ২৪, ক্লিঙ্গার ১০, ধিমান ২, রুশো ৩৪, মাহমুদউল্লাহ ১৪, ব্র্যাথওয়েট ৬৪*, আরিফুল ৪*; আফ্রিদি ১/২৩, সাকিব ১/৩২, আবু হায়দার ২/৪০, নারাইন ১/২২, পোলার্ড ০/১৩)।
ঢাকা ডায়নামাইটস: ১৯.৫ ওভারে ১৫৭/৬ (লুইস ৪, নারাইন ৭, আফ্রিদি ১, দেলপোর্ত ২, সাকিব ২০, জহুরুল ৪৫*, পোলার্ড ৫৫, মোসাদ্দেক ১৪*; আবু জায়েদ ১/২৪, শফিউল ২/২৪, আর্চার ১/২৬, দনঞ্জয়া ১/১৭, মাহমুদউল্লাহ ১/২৯)
ফল: ঢাকা ডায়নামাইটস ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জহুরুল ইসলাম
Discussion about this post