মন জয় করে নিয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। তারই পথ ধরে এবার আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে চা-এর শহর! বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম পর্বের পর এবার পর্যটন নগরীতে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ। সুরমা পাড়ের এই আন্তর্জাতিক স্টেডিয়ামে অাসছে বছর জানুয়ারিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে হবে ত্রিদেশীয় সিরিজের তিনটি ম্যাচ।
খবরটি বিসিবি পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এ খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলছিলেন ‘ত্রিদেশীয় সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে সিলেটে। ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জানুয়ারি।’
সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। দ্বিতীয় ম্যাচে লড়বে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে। সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজের অন্য দুই সম্ভাব্য ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম।২০১৪ সালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম উদ্বোধনের পর এই মাঠে হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপের ৬টি ম্যাচ। তারপর ২০১৬ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কয়েকটি ম্যাচও হয়েছে সিলেটে। এবার সত্যিকারের উত্তাপ ছড়াবে শহরটিতে।
Discussion about this post