বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্ব হতাশায় কেটেছে তাদের। ৫ম আসরের ঢাকা পর্বে ফিরেই জয়ের দেখা পেল রাজশাহী কিংস। ব্যাট হাতে মুমিনুল হক আর লিন্ডল সিমন্সের দুর্দান্ত ব্যাটিংয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটে বড় জয় পেয়েছে জয় দলটি।
শনিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান করে মাশরাফির রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে লেন্ডল সিমন্সকে নিয়ে শতরানের উদ্বোধনী জুটি গড়ে লড়াই সহজ করে দেন মুমিনুল। এরপরই পথ ধরে ২০ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে রাজশাহী।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি। রাজশাহীর নিয়মিত অধিনায়ক ড্যারেন স্যামির অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন দলটির আইকন ক্রিকেটার মুশফিকুর রহীম। তার অধিনায়কত্বে টানা দুই ম্যাচ হারার পর জয় পেল রাজশাহী। ম্যাচে ৩৩ রানে যখন দল ৩ উইকেট দল বিপর্যয়ে পড়লে রাইডার্সকে পথ দেখান রবি বোপারা ও শাহরিয়ার নাফীস। ৩১ বলে ২৩ রান করেন নাফীস। বোপারার অপরাজিত ৫১ বলে ৫৪ রান করেন।
রাজশাহীর হয়ে দুটি উইকেট তুলে নেন ফরহাদ রেজা এবং একটি করে উইকেট নেন ফ্র্যাঙ্কলিন, উইলিয়ামস ও মিরাজ।
জবাব দিতে নেমে লিন্ডল সিমন্স ৫৩ রান করেন। মুমিনুলের অপরাজিত ৪৪ বলে ৬৩ এবং রনির ১০ রানের সুবাদে ৮ উইকেটে জিতে রাজশাহী কিংস।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৩৪/৫ (চার্লস ২, লিথ ৪, মিঠুন ১৮, বোপারা ৫৪*, শাহরিয়ার ২৩, থিসারা ৪, জিয়া ১১*; মিরাজ ১/১৯, সামি ০/১৯, রেজা ২/২৮, উইলিয়ামস ১/৩৪, ফ্র্যাঙ্কলিন ১/১৪, নিহাদ ০/৯)
রাজশাহী কিংস: ১৬.৪ ওভারে ১৩৮/২ (সিমন্স ৫৩, মুমিনুল ৬৩*, ওয়ালার ৪, রনি ১০*; মাশরাফি ০/২৭, মালিঙ্গা ০/৩০, রাজ্জাক ০/৩৪, নাজমুল ০/১০, বোপারা ০/১৭, থিসারা ১/১২, জিয়া ০/৭)
ফল: রাজশাহী কিংস ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুমিনুল হক
Discussion about this post