চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায় পেছনে ফেলে এখন সামনে চোখ রাখতে হচ্ছে বাংলাদেশকে। কারণ কিছুতেই আপাতত তার ফেরার সম্ভাবনা নেই। পদত্যাগপত্র ই-মেইলে বুঝে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় নতুন একজনকে খোঁজার পথেই আছে দল। সবকিছু যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে শ্রীলংকা জাতীয় দলের কোচ হবেন হাথুরু। এমন কী অস্ট্রেলিয়া একাডেমি দলের দায়িত্বও পারেন এই শ্রীলংকান। এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বাতাসে।
অবশ্য টাইগার কোচ হাথুরুসিংহে একেবারেই নীরব।বিসিবির কাছ থেকে অর্থের সঙ্গে বিশাল ক্ষমতা পেলেও এখন সেসব পেশাদ্বারিত্বের সামনে ঠুনকো হয়ে গেছে। বোর্ড মোটা অঙ্কের বেতন ছাড়াও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধাও অনেক বেশী নিয়েই নতুন চাকরিতে যোগ দেবেন হাথুরু। জাতীয় দলের ক্রিকেট কোচ হিসেবে হাথুরুসিংহের মাসিক বেতন প্রায় ২৮ লাখ টাকা । জানা গেছে লঙ্কান বোর্ড এমন মোটা অঙ্কের অর্থ দেবে তাকে।
অবশ্য গত মার্চ-এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট দল যখন শ্রীলঙ্কা সফরে, তখনই গুঞ্জন ছড়াচ্ছিল হাথুরু তার জন্মভূমিতে ফিরে যাবেন। এখন জানা যাচ্ছে- হাথুরু অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের একাডেমির হেড কোচের অফার পেয়েছেন।
বলা হচ্ছে অজি একাডেমির প্রধান কোচের অফার পেয়েই নাকি তিনি বাংলাদেশের হেড কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারপরই পদত্যাগ পত্র পাঠিয়েছেন বিসিবিতে। কেননা, হাথুরু অস্ট্রেলিয়া প্রবাসী। তার পরিবার ও সন্তানরা থাকেন সেখানেই। সেই দেশে লেখাপড়াও করছে ওরা। অস্ট্রেলিয়ান হেড কোচ পদে কাজ করতে পারলে পরিবারের সাথেই থাকার সুযোগ হবে। এ অবস্থায় অস্ট্রেলিয়ার প্রস্তাবটাই লোভনায় তার জন্য!
অবশ্য সময়ই বলে দেবে সফল এই কোচ কোথায় নাম লেখাবেন। তবে বাংলাদেশ তাকে এবার আর পাচ্ছে না!
Discussion about this post