বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যতোই ঘটনা আড়াল করার চেস্টা করুক, টাইগার ক্রিকেটে এখন চন্ডিকা হাথরুসিংহে অতীত অধ্যায়! এরইমধ্যে ই-মেইলে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। তারপরও বোর্ড কর্তারা এনিয়ে অফিসিয়ালি স্বীকার করছেন না। তবে তারা জানাচ্ছেন থাকার জন্য হাথুরুকে অনুরোধ করা হবে না! অবশ্য তার আগেই তিনি নতুন চাকুরি খুঁজে নিয়েছেন।
এরইমধ্যে শ্রীলঙ্কান গনমাধ্যম জানাচ্ছে, সবচেয়ে দামি কোচ বানিয়েই হাথুরুসিংহেকে টানছে তারা। শ্রীলঙ্কান পত্রিকা ‘দ্য আইল্যান্ড’ প্রকাশিত প্রতিবেদনে দাবি করেছে দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি হয়েই লঙ্কানদের কোচ হবেন হাথুরু! বিসিবির কাছে পাওয়া বাড়ি সুবিধাগুলোও সেখানে পাবেন তিনি।
জানা গেছে জন্মভুমিতে কোচিং স্টাফ নিয়োগে হাথুরুসিংহের মতামত গুরুত্ব দেবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। বর্তমান দলটির ব্যাটিং কোচের পদে আছেন হাথুরুরই সাবেক শিষ্য থিলান সামারাবিরা। কোচ হিসেবে হাথুরুকে বড় অঙ্কের অর্থও প্রস্তাব দিয়েছে তারা। বার্ষিক ৩ লাখ ডলার। এখন অফিসিয়ালি হ্যা বললেই হাথুরু হবেন শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি কোচ। তাদের দেশের যেকোনো ক্রিকেটারের বার্ষিক আয় থেকেও যা অনেক বেশি। বাংলাদেশের কোচ থাকাকালীন তার বার্ষিক আয় ছিল ৩ লাখ ৪০ হাজার ডলার। বিশ্বের ৪র্থ ধনী ক্রিকেট কোচ ছিলেন তিনিই!
Discussion about this post