হঠাৎ করেই পদত্যাগ করলেন চন্ডিকা হাথুরুসিংহে! একটি সুত্রে জানা গেছে- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। কিন্তু আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি বোর্ড। এরইমধ্যে বিসিবির কোনো যোগাযোগে সাড়া দেননি হাথুরু।
যদিও তিনি নতুন করে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে তার আগেই পদত্যাগ করলেন হাথুরু। শ্রীলঙ্কান সাবেক এ ক্রিকেটার বাংলাদেশের কোচ হিসেবে আর থাকতে চাইছেন না। ইএসপিএন-ক্রিকইনফো এরইমধ্যে ইঙ্গিত দিয়েছে হাথুরুসিংহে শ্রীলঙ্কার কোচ হতে পারেন। এজন্য বিসিবিতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস স্পষ্ট জানালেন, ‘আমরা এখনো হাথুরুসিংহের কাছ থেকে পদত্যাগপত্র বা এ জাতীয় কিছু পাইনি। এ কারণে আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। তবে প্রয়োজন হলে আমরা তাঁর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করব।’
২০১৪ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েছিলেন শ্রীলঙ্কায় জন্ম নেয়া এই অস্ট্রেলিয়ান কোচ। তার অধীনে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে দল। একই বছর ঘরের মাঠে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলের টেস্টও জেতে মুশফিকুর রহীমরা। অন্যদিকে শ্রীলঙ্কার মাটিতেও টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা।
এ বছরের জুনে শ্রীলঙ্কার প্রধান কোচ গ্রাহাম ফোর্ড পদত্যাগ করার পর থেকেই স্বদেশি হাথুরুকে পেতে চেষ্টা চালায় দেশটির ক্রিকেট বোর্ড। এমন সফল কোচকে এখন চাইছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এর আগেও অবশ্য গত বছরের অক্টোবরেও বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সাবেক এ শ্রীলঙ্কান। তখন তার পদত্যাগপত্রটি গ্রহণ করেনি দেশের ক্রিকেটের শীর্ষ সংস্থাটি।
Discussion about this post