বদলে যাচ্ছে ক্রিকেটের দৃশ্যপট। ২০ ওভারের উত্তেজনা যখন আকাশ ছোঁয়া তখন আসছে আরো ছোট সংস্করন। এবার জমবে টি-টেন ক্রিকেট। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্টে থাকছে বাংলাদেশের প্রতিনিধিও। সাকিব আল হাসানের পাশাপাশি আছেন তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।
৩০০ ক্রিকেটারকে নিয়ে হওয়া নিলামে দল পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব কেরালা কিংসেল। তামিমকে নিয়েছে পাখতুনস। আর মুস্তাফিজ খেলবেন বেঙ্গল টাইগার্স দলে।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট হবে আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর।
সিক্স-এ-সাইড টুর্নামেন্টে প্রতি ইনিংসের সময় থাকবে ৪৫ মিনিট। খেলা প্রতি ইনিংসে ১০ ওভারের। ছয়টি দল অংশ নেবে টুর্নামেন্ট।
চলুন দেখে নেই ৬ দলে কোন তারকারা খেলছেন-
কেরালা কিংস: ওয়েন মর্গ্যান (আইকন), সাকিব আল হাসান, কাইরান পোলার্ড, লিয়াম প্লাঙ্কেট, ওয়াহাব রিয়াজ, সোহেল তানভির।
পাখতুনস: শহিদ আফ্রিদি (আইকন), তামিম ইকবাল, ডোয়াইন স্মিথ, ফখর জামান, আহমেদ শেহজাদ, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান।
বেঙ্গল টাইগার্স: সরফরাজ আহমেদ (আইকন), মুস্তাফিজুর রহমান, সুনিল নারাইন, ড্যারেন স্যামি, রুম্মান রাইস, আন্দ্রে ফ্লেচার।
মারাঠা অ্যারাবিয়ান্স: বিরেন্দর শেবাগ (আইকন), কুমার সাঙ্গাকারা, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, অ্যালেক্স হেলস, মোহাম্মদ সামি, লেন্ডল সিমন্স।
পাঞ্জাবি লিজেন্ডস: শোয়েব মালিক (আইকন), মিসবাহ-উল-হক, কার্লোস ব্র্যাথওয়েট, হাসান আলি, উমর আকমল, ক্রিস জর্ডান, লুক রনকি, আদিল রশিদ।
কলম্বো লায়ন্স: দিনেশ চান্দিমাল, থিসারা পেরেরা, লাহিরু থিরিমান্নে, দিলশান মুনাবিরা, কিথুরয়ান ভিথানাগে, শিহান জয়াসুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ভানিদু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো, দুশমন্থ চামিরা, সাচিত্রা সেনানায়েকে, জেফ্রি ভ্যান্ডারসে।
Discussion about this post