দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে সিরিজে বাংলাদেশের এমন হার প্রত্যাশা করেনি ভারত। কারণটাও সংগত টাইগাররা হারলে যে আইসিসি র্যাঙ্কিংয়ে পতন হতো তাদেরও। বাংলাদেশ হতাশ করেছে ভারতীয়দেরও!
হোয়াইটওয়াশ হয়েছে মাশরাফি বিন মতুর্জার দল। ৩-০ ব্যবধানের এই হারের কারণে ক্ষতি হয়েছে ভারতের। টানা সাতটি ওয়ানডে সিরিজ জিতেও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রাখতে পারেনি ভারত। মঙ্গলবার ঘোষিত তালিকায় দেখা গেল-১ নম্বরে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।
কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১-এ সিরিজ জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ উঠেছিল ভারত। কিন্তু এবার এক ধাপ নীচে নেমে গেল। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৬৩৮৬। ২ নম্বরে নেমে যাওয়া ভারতের অর্জন ৬৩৭৯ পয়েন্ট। অবশ্য দুই দেশেরই রেটিং পয়েন্ট ১২০।
অবশ্য সিরিজ হারলেও র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নিজেদের ৭ নম্বর অবস্থানটি ধরে রাখল। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২। ৮ নম্বরে থাকা শ্রীলঙ্কার চেয়ে টাইগাররা ৯ রেটিং পয়েন্ট এগিয়ে। অবশ্য শ্রীলঙ্কা খেলেছে ৬৪ ম্যাচ। বাংলাদেশ খেলেছে ৩৪টি ম্যাচ।
Discussion about this post