প্রত্যাশার পারদ নিচেই আছে। বাস্তবতার জমিনেই পা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। কারণটাও সংগত দল যে পথ হারিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে কিছুতেই নিজের খুঁজে পাচ্ছেন না টাইগার ক্রিকেটাররা। টেস্টে হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ পেয়েছে দল। সেই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর মিশন নিয়ে রোববার শুরু হচ্ছে টাইগার-প্রোটিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। দুপুর ২টায় কিম্বার্লি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দেশ। খেলাটি সরাসরি দেখাবে বাংলাদেশ টেলিভিশন ও জিটিভি।
এই লড়াইয়ের আগে অবশ্য আশাবাদী হয়ে উঠার মতো কথা শোনালেন সাকিব আল হাসান। তিনি অবশ্য খেলেন নি টেস্ট সিরিজে। একমাত্র প্রস্তুতি ম্যাচেও পেয়েছেন রান।
সঙ্গে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যোগ দেয়াতে যেন প্রাণ ফিরে পেয়েছে দল। সাকিব বলেন, ‘টেস্টের ব্যর্থতা ওয়ানডে সিরিজে কাটিয়ে উঠতে চাই আমরা।’
আবার প্রোটিয়া তারকা ইমরান তাহির এরইমধ্যে বলেছেন ‘দেখুন, দেশের মাঠে আমরাই ফেবারিট। তবে ওয়ানডেতে বাংলাদেশকে সমীহ না করার কোনো কারণ নেই। চলতি মৌসুমে এটাই আমাদের প্রথম ওয়ানডে ম্যাচ। আমরা ভালো কিছুর জন্য মুখিয়ে আছি।’
এই ম্যাচে তামিম ইকবাল খেলবেন কীনা তা নিশ্চিত নয়। এক্ষেত্রে সৌম্য সরকারের সঙ্গ ওপেনিংয়ে ইমরুল কায়েসকেই দেখা যাবে। মুমিনুল হক নামতে পারেন ওয়ান ডাউনে। সাব্বিরকে হয়তো দেখা যাবে সাতে। পেস আক্রমনে মুস্তাফিজুর রহমান-মাশরাফির সঙ্গে সাইফুদ্দিনকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আর প্রোটিয়ারা আটঘাট বেধেই নামছে। এবিডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি ও ডেভিড মিলার ফিরেছেন। সঙ্গে আছেন অধিনায়ক ফাফ ডু-প্লেসি, হাসিম আমলা, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা-ইমরান তাহিররা।
সব মিলিয়ে চাপে থেকেই রোববার মাঠে নামবে টাইগাররা। অতীত তাদের বড় প্রেরণা হতে পারে। সর্বশেষ ওয়ানডে সিরিজে দল জিতেছিল ২-১ ব্যবধানে। সেটা অবশ্য ঘরের মাঠে। সেই ধারাবাহিকতাটাই ধরে রাখতে চায় দল।
Discussion about this post