লড়াইটা শেষ পর্যন্ত একপেশে হল না। বিশ্ব একাদশ আর পাকিস্তানের ম্যাচে এখন ফাইনালের আমেজ। দুই ম্যাচ শেষে ১-১ সমতা। শুক্রবার তাইতো অলিখিত ফাইনালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এর আগে বুধবার রাতে লাহোরে নাটকীয় ম্যাচে দ্বিতীয় টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বিশ্ব একাদশ। এর আগে ইন্ডিপেন্ডেন্স কাপের প্রথম ম্যাচে ২০ রানে জিতে পাকিস্তান।
এদিন বিশ্ব একাদশের হয়ে ব্যাট হাতে শুরুতেই ঝড় তুলেন তামিম ইকবাল। পরিস্থিতি বুঝে খেলেছেন হাশিম আমলা। তবে জয় এসেছে থিসারা পেরেরার ব্যাটেই। পাকিস্তানের গড়া ১৭৪ রান টপকাতে বিশ্ব একাদশের খেলতে হয়েছে ১৯.৫ ওভার।
ম্যাচে আমলা ৫৫ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন। ১৯ বলে ৫ ছক্কায় অপরাজিত ৪৭ রান পেরেরার।
আর ১৯ বলে ২৩ রানে করেন মাচে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তামিম।
ম্যাচে শেষ ২ ওভারে বিশ্ব একাদশের জিততে প্রয়োজন ছিল ৩৩ রান। তখনই পেরেরোর ব্যাটে ঝড়!
শেষের আগের ওভারে সোহেল খানকে উড়িয়ে দুই ছক্কা হাঁকান। আর শেষ ওভারে রাইসকে ছক্কা মেরে এনে দেন দারুণ এক জয়।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ১৭৪/৬ (ফখর ২১, শেহজাদ ৪৩, বাবর ৪৫, মালিক ৩৯, ইমাদ ১৫, সরফরাজ ০, সোহেল ১*; মর্কেল ১/২০, কাটিং ১/৫২, বদ্রি ২/৩১, কলিংউড ০/১৮, থিসারা ২/২৩, তাহির ১/২৯)।
বিশ্ব একাদশ: ১৯.৫ ওভারে ১৭৫/৩ (তামিম ২৩, আমলা ৭২* পেইন ১০, দু প্লেসি ২০, থিসারা ৪৭*; ইমাদ ১/২৭, সোহেল ১/৪৪, উসমান ০/১০, রাইস ০/৪২, নওয়াজ ১/২৫, শাদাব ০/৩২)।
ফল: বিশ্ব একাদশ ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা
ম্যাচসেরা: থিসারা পেরেরা
Discussion about this post