সাকিব দেশে ফিরেছেন। কিন্তু দলের সঙ্গে ব্যাট-বলের অনুশীলনে তার যোগ দেয়া হচ্ছে না। বাধা হয়ে দাড়িয়েছে ইনজুরি। বা হাতের বুড়ো আঙ্গুলে চোট আছে তার। বিসিবির চিকিৎসক জানিয়েছেন-চোট সারাতে বিশ্রামে থাকতে হবে সাকিবকে।
-সেই বিশ্রাম কতদিনের?
উত্তর মিলল-অন্ততপক্ষে তিন সপ্তাহ বিশ্রামের প্রয়োজন সাকিবের।
ক্যারিবিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগে (সিপিএল) খেলার সময় ব্যাটিং অনুশীলনে বা হাতের বুড়ো আঙ্গুলে চোট পান সাকিব। চোটের মাত্রা জানতে সেখানে এক্সরেও করান। কিন্তু তখন এক্সরে রিপোর্টে বড় কোন সমস্যা ধরে পড়েনি। সেই চোট নিয়েই তিনি সিপিএলে বার্বাডোজের হয়ে খেলেন।
সোমবার রাতে দেশে ফিরেন সাকিব। কাল মিরপুরে দলের অনুশীলনে যান। দলের খেলোয়াড়দের সঙ্গে অনেকদিন পরে দেখা। সবার সঙ্গে কুশল বিনিময় করেন। কোচ ও অধিনায়কের সঙ্গে কথাবার্তা বলেন। বিসিবি’র চিকিৎসক ডাঃ দেবাশীষের কাছে যান। চোটের সমস্যা তাকে খুলে বলেন। এক্সরে করানোর পরামর্শ দেন তাকে দেবাশীষ। এক্সরে রিপোর্টে ধরা পড়ে বাঁ হাতের বুড়ো আঙ্গুলে তার সুক্ষ চিড় ধরেছে। এই ইনজুরি থেকে রেহাই পেতে অন্তত তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। দেবাশীষ জানান-এই সময়ের পুরোটাই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে সাকিবকে।
ঘরোয়া ক্রিকেটে সাকিব আল হাসান এবার খেলবেন কলাবাগান ক্রীড়া চক্রে। তবে ইনজুরির কারণে কলাবাগান লিগের শুরুর কয়েকটি ম্যাচে তার সেবা পাবে না।
Discussion about this post