অনেক আলোচিত সেই সিরিজ শেষে শনিবার ঢাকা ছাড়ল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে বাংলাদেশের সঙ্গে তারা খেলেছে দুই টেস্টের একটি সিরিজ। যেখানে ঢাকায় প্রথম টেস্ট ম্যাচে ২০ রানে জিতে এগিয়ে যায় টাইগাররা। কিন্তু চট্টগ্রামে ছন্দপতন। ব্যাটসম্যানদের ব্যর্থতায় সব শেষ! ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা নিয়ে শেষ করে অজিরা। নিরাপত্তার শঙ্কা দিয়ে বারবার সফর আটকে রেখে অনেক নাটকের পর ঢাকায় আসেন স্টিভেন স্মিথরা। সেই সফরটা শেষ করে ফিরে গেল তারা। তবে দেশে ফিরেনি তারা। সরাসরি ভারতে চলে গেছে।
ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার দলে থাকছেন না বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলা কয়েকজন ক্রিকেটার। তারা চলে গেছেন নিজ দেশে। অন্যদিকে টেস্ট সিরিজের দলে ছিলেন না কিন্তু ওয়ানডে সিরিজের দলে আছেন, এমন ক্রিকেটাররা স্মিথ-ওয়ার্নারদের সঙ্গে ঢাকায় এসে যুক্ত হয়েছেন। ঢাকা থেকেই ভারতের শনিবার ভারতে গেছেন তারা।
এর আগে চট্টগ্রাম টেস্ট শেষে বাংলাদেশ দলের সব ক্রিকেটারই চট্টগ্রাম ছাড়ে। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় ঢাকায় আসেন তারা। এবার রাজধানী ছাড়লেন। ভারতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অজিরা।
Discussion about this post