ঢাকা টেস্টের নায়ক তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম জয়ের রূপকার। সেই সাকিব আল হাসান একটু আলাদা করেই গুরুত্ব পাবেন সেটাই স্বাভাবিক। ঈদের দিন বেশ আনন্দেই কাটলে এই অলরাউন্ডারের। দ্বিতীয় টেস্ট খেলতে আগেভাগেই ৭ ক্রিকেটার চলে গিয়েছিলেন চট্টগ্রামে। তবে বাকি সাতজনের শনিবার ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ করে করেছেন।
সাকিব ছিলেন ঢাকাতে। তিনি এদিন গেলেন গণভবনে। প্রধানমন্ত্রীর বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডারকে। সেই অনুষ্ঠানে তার বেশ কিছু ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে।
যেখানে দেখা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দোয়া নিচ্ছেন সাকিব। আরেক ছবিতে দেখা যাচ্ছে, সাকিবকে মুখে তুলে মিষ্টি খাওয়াচ্ছেন প্রধানমন্ত্রী। এ সময় দু’জনকেই বেশ হাসিমুখে দেখা যায়। এর আগে ঢাকা টেস্টে জয়ের দিনেও মিরপুরের শেরেবাংলায় হাজির ছিলেন ক্রীড়াপ্রেমী এই প্রধানমন্ত্রী। সেখানে মুশফিকদের অভিনন্দন জানিয়েছেন তিনি।
সাকিবরা ঈদ ঢাকায় করলেও মুমিনুল হক, নাসির হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমানরা চলে গেছেন চট্টগ্রামে। গেছেন বন্দরনগরীর ছেলে তামিম ইকবাল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সেখানেই শুরু হবে সোমবার।
Discussion about this post