মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার মঞ্চস্থ হল নতুন এক ইতিহাস। টেস্টে প্রথমবারের মতো অজি বধের আনন্দে মাতল বাংলাদেশ। ২০ রানের এই জয়ে সিরিজে এগিয়ে গেল দল। চলুন দেখে নেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার সেই ঐতিহাসিক ম্যাচের স্কোর-
টস: বাংলাদেশ
ভেন্যু: মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০/১০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হেইজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)
বাংলাদেশ ২য় ইনিংস: ৭৯.৩ ওভারে ২২১/১০ (তামিম ৭৮, সৌম্য ১৫, তাইজুল ৪, ইমরুল ২, মুশফিক ৪১, সাকিব ৫, সাব্বির ২২, নাসির ০, মিরাজ ২৬, শফিউল ৯, মুস্তাফিজ ০; হেজেলউড ০/৩, কামিন্স ১/৩৮, লায়ন ৬/৮২, ম্যাক্সওয়েল ০/২৪, অ্যাগার ২/৫৫, খাজা ০/১)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৭৪.৫ ওভারে ২১৭/১০ (ওয়ার্নার ৮, রেনশ ৪৫, খাওয়াজা ১, লায়ন ০, স্মিথ ৮, হ্যান্ডসকম ৩৩, ওয়েড ৫, অ্যাগার ৪১*, কামিন্স ২৫, হেইজেলউড ৫; শফিউল ০/২১, মিরাজ ৩/৬২, সাকিব ৫/৬৮, তাইজুল ১/৩২, মুস্তাফিজ ০/১৩, নাসির ০/৩)
২য় ইনিংস: (লক্ষ্য ২৬৫, আগের দিন ১০৯/২) ৭০.৫ ওভারে ২৪৪ (ওয়ার্নার ১১২, রেনশ ৫, খাজা ১, স্মিথ ৩৭, হ্যান্ডসকম ১৫, ম্যাক্সওয়েল ১৪, ওয়েড ৪, অ্যাগার ২, কামিন্স ৩৩*, লায়ন ১২, হেইজেলউড ০; মিরাজ ২/৮০, নাসির ০/২, সাকিব ৫/৮৫, তাইজুল ৩/৬০, মুস্তাফিজ ০/৮)
ফল: ২০ রানে জয়ী বাংলাদেশ
ম্যাচসেরা: সাকিব আল হাসান।
Discussion about this post