ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্ট ম্যাচটা স্মরণীয় করে রাখলেন সাকিব আল হাসান। মাইলফলক এই টেস্টে বাংলাদেশের ইতিহাসে রীতিমতো রেকর্ড গড়লেন তিনি। প্রথম ব্যাটসম্যান হিসেবে পেলেন হাফসেঞ্চুরি। মিরপুরের শেরেবাংলায় রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন আরো কিছু অর্জন যোগ হয়েছে তার নামের পাশে।
সাকিব বল হাতে টেস্টে দেড়শ উইকেটের মাইলফলক টপকে গেছেন অনেক আগেই। ক্যারিয়ারের ৫০তম টেস্টে রোববার ৩৫০০ রানের মাইলফলকও স্পর্শ করলেন তিনি। টেস্টে দ্রুততম সময়ে ৩৫০০ রান ও ১৫০ উইকেটের রেকর্ড এখন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের।
এই অর্জনে অনেক কিংবদন্তির পাশে যোগ হল তার নামটাও। যেখানে আছেন গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব, রবি শাস্ত্রী, শন পোলক, জ্যাক ক্যালিস, ড্যানিয়েল ভেট্টোরি, অ্যান্ড্রু ফ্লিনটফরা। গর্বের ব্যাপার হল সবাইকেই টপকে গেলেন সাকিব।
টেস্টে সাড়ে তিনহাজার রান ও দেড়শ উইকেটের রেকর্ড এর ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের। তিনি ৬৩ টেস্টে এই রেকর্ড গড়েন তিনি।
বোথামও এই ‘ডাবল’ স্পর্শ করেছেন ৬৩ টেস্ট খেলে। ইমরান খান খেলেন ৮২ টেস্ট। কপিল ৮৫।
সাকিব এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের বিপর্যয়ে ব্যাট হাতে নামেন। সঙ্গে তামিম ইকবাল। ১০ রানে ৩ উইকেট শেষ। তখন দু’জন মিলে গড়েন ১৫৫ রানের জুটি। চতুর্থ উইকেটে তাদের দূঢ়তায় ম্যাচে ফিরে দল। ম্যাচে সাকিব আউট হন ৮৪ রানে। ৫০তম টেস্ট খেলতে নামা আরেক ব্যাটসম্যান তামিম ফিরে যান ৭১ রানে। আর তাতেই বিপর্যয় কাটায় বাংলাদেশ।
Discussion about this post