বন্যার ভয়াবহতায় ভুগছে এখন বাংলাদেশ। দেশের উত্তরাঞ্চলের বড় একটা অংশ পানির নীচে। দিনকয়েক আগেই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে অনুরোধ করেছেন মুশফিকুর রহীম। বন্যার্তদের পাশে দাঁড়াল এবার বিপিএল গভর্নিং কাউন্সিল। ২ নভেম্বর টুর্নামেন্টের পঞ্চম আসর শুরুর আগে ৩১ অক্টোবর জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু ভয়াবহ বন্যার কারণে ও বন্যার্তদের সাহায্যার্থে এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিলই করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে আগামী শুক্রবার সিরাজগঞ্জ গিয়ে বিসিবির পক্ষ থেকে ব্যাপক আকারে বন্যার্তদের মধ্যে ত্রাণ প্রদান করা হবে।
অবশ্য গত বছর বিপিএলের চতুর্থ আসরেও উদ্বোধনী অনুষ্ঠান ছিল না। তখন অবশ্য সময়ের অভাবে এই সিদ্ধান্ত নেয় বিসিবি। এবার ভারত থেকে সিনেমার নায়ক, নায়িকা আর জনপ্রিয় গায়কদের নিয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিল বিসিবি। কিন্তু সেই সিদ্ধান্ত তারা পাল্টালো।
Discussion about this post