ওয়ানডে ক্রিকেটে দাপটে এগিয়ে গেলেও টেস্টে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা নেই! যদিও গত এক বছরে দৃশ্যপট পাল্টে যাচ্ছে। ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্টে হারিয়ে মুশফিকরা শুনিয়েছে বাঘের গর্জন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ফের ঝড় তুলতে চাইছে বাংলাদেশ। এই সিরিজে মুশফিকুর রহীমের দলের সামনে থাকছে র্যাংকিংয়ের আটের ওঠার হাতছানি।
তবে তার আগে পাড়ি দিতে হবে কঠিন পথ। বাংলাদেশ যদি ২-০ তে সিরিজ জেতে তবেই অস্ট্রেলিয়া ৯২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে নেমে যাবে। আর টাইগাররা ৮১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে আসবে। বাংলাদেশ যদি ১-০ তে সিরিজ জিতলে অজিদের পয়েন্ট হবে ৯৪ আর তারা নেমে আসবে পঞ্চমে। তখন বাংলাদেশ ৭৯ পয়েন্ট নিয়ে উঠবে অষ্টমস্থানে। দুই ম্যাচের সিরিজটি ড্র হলে অস্ট্রেলিয়ার পয়েন্ট দাঁড়াবে ৯৭ আর অবস্থান হবে পঞ্চম। তখন ৭৪ পয়েন্ট নিয়ে তখনও অষ্টমে উঠে আসার সুযোগ থাকছে মুশফিকদের।
২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে অজিরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ৪ সেপ্টেম্বর।
বর্তমান র্যাংকিং ও রেটিং
১. ভারত -১২৫
২. দক্ষিণ আফ্রিকা-১১০
৩. ইংল্যান্ড-১০৫
৪. অস্ট্রেলিয়া- ১০০
৫. নিউজিল্যান্ড- ৯৭
৬.পাকিস্তান- ৯৩
৭. শ্রীলঙ্কা-৯০
৮.ওয়েস্ট ইন্ডিজ- ৭৫
৯. বাংলাদেশ-৬৯
Discussion about this post