এ যেন শাপেবর! অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে না থাকাটাই যেন ভাল হল মাহমুদউল্লাহ রিয়াদের! এই সুযোগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে যাচ্ছেন এই অলরাউন্ডার। এরইমধ্যে এই টুর্নামেন্টের দল জ্যামাইকা তালাওয়াস থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। বিসিবির গ্রিন সিগন্যাল পেলেই ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে উড়াল দেবেন রিয়াদ।
জানা গেছে ছাড়পত্র হাতে পেলে মঙ্গলবার দেশ ছাড়ার কথা মাহমুদউল্লাহর। এইতো দিন কয়েক আগেই এই টুর্নামেন্টে অংশ নিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। সিপিএলে এবারই প্রথম ডাক পেলেন রিয়াদ।
টেস্ট দল থেকে বাদ পেয়ে এমন ডাক পেয়ে দারুণ খুশি মাহমুদউল্লাহ। জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠ নামতে প্রস্তুত তিনি। বললেন ‘আমার জন্য এটা বড় প্রস্তাব। যদি সুযোগ পাই, আশা করছি নিজের সেরাটা দেব। প্রথমবারের মতো আমি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি। দলের প্রত্যাশা মতো খেলার চেষ্টা থাকবে।’
তৃতীয় বাংলাদেশি হিসেবে জ্যামাইকাতে খেলবেন রিয়াদ। সিপিএলের এবার আসরে জ্যামাইকার হয়ে খেলেছেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। পাঁচ ম্যাচের জন্য ছাড়পত্র পান মেহেদী হাসান মিরাজ। তবে তাকে মাঠে নামায়নি দল।
এক নজরে রিয়াদের ক্যারিয়ার-
ম্যাচ রান সর্বোচ্চ গড় শতক অর্ধশতক
টেস্ট ৩৩ ১৮০৯ ১১৫ ৩০.১৫ ১ ১৩
ওয়ানডে ১৪৫ ৩১৫৫ ১২৮ ৩৪.৬৭ ৩ ১৭
টি-টুয়েন্টি ৫৮ ৮১০ ৬৪ ২০.২৫ ০ ৩
Discussion about this post