প্রস্তুতি ম্যাচটা নির্বিঘ্নে হতে দিল না বেরসিক বৃষ্টি! এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দুই দিনে ছিল হালকা বৃষ্টি। তারপরও খেলা হয়েছিল। ব্যাট-বলে নিজেদের ঝাঁলিয়ে নেওয়ার কাজটা সারছিলেন মুশফিকুর রহিম-তামিম ইকবালের দল। কিন্তু শুক্রবার ছুটির দিনে সকাল থেকে বৃষ্টির কারণে তা আর হলো না। শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা হয়ে গেল পরিত্যক্ত। বৃষ্টিরই জয় হল বন্দরনগরীতে।
তিন দিনে ম্যাচের শেষ দিনে সকাল থেকেই চট্টগ্রামের আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি। তারপরও ক্রিকেটাররা অপেক্ষায় ছিলেন বৃষ্টি শেষে বল গড়াবে মাঠে। আবারও ২২ গজে টাইগাররা তুলবেন ঝড়। কিন্তু পরে বৃষ্টি বাড়তেই থাকে। দুপুরের দিকে রূপ নেয় মুষলধারে বৃষ্টিতে। শেষ পর্যন্ত দুপুর পৌনে একটার দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসলো, তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো। যত বৃষ্টিই হোক, থেমে গেলে আধ ঘণ্টাতেই প্রস্তুত করে তোলা সম্ভব মাঠ। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে সেই আশা দুপুরের পর ক্ষীন হয়ে দেখা দেয়। সব মিলিয়ে সম্ভাবনা না দেখেই পরিত্যক্ত হয় ম্যাচ।
ঢাকা থেকে চট্টগ্রামে আসার পর থেকেই বৃষ্টি বাগড়া দেয় বাংলাদেশ দলকে। তারপরও ভালোমতোই অনুশীলন করে টাইগাররা।এরইমধ্যে অনুশীলনে নাসির-মুমিনুল, তানবীর ও নাজমুল হোসেনরা রান পেয়েছেন। বোলিংয়ে রুবেল হোসেন ও শফিউলরা তুলেছেন ঝড়।
সংক্ষিপ্ত স্কোর-
মুশফিকের দল ১ম ইনিংস: ৪৭.১ ওভারে ১৪০/৯ (ডিক্লে.) (সৌম্য ১, ইমরুল ৫, শান্ত ৫৩, মাহমুদউল্লাহ ০, মুশফিক ৩০, সোহান ১৬, তাইজুল ২৬, সাকলাইন ১, রুবেল ১, ; শফিউল ৭.১-৩-১৭-৫, তাসকিন ৯-১-৩২-১ , মুস্তাফিজ ৯-৪-১৫-১, রাব্বি ৪-০-১৭-০, সঞ্জিত ৬-০-১৯-১, সানজামুল ১১-২-৩২-১, তানবীর ১-০-০১-০)
তামিমের দল ১ম ইনিংস: ৭৮.৩ ওভারে ২৮৩ (আগের দিন ৪৯/১) (তামিম ২৯, লিটন ৫, মুমিনুল ৭৩, সাব্বির ১০, নাসির ৬২, তানবীর ৫১, সানজামুল ২২, তাসকিন ২, রাব্বি ২, শফিউল ১০*, মুস্তাফিজ ২, রুবেল ১৭-২-৫৪-৩, শুভাশিস ৭.৪-৩-১৭-০, আল আমিন ৮.২-১-২২-০, নাঈম ৯-১-২৩-১, তাইজুল ১৮.৩-০-৮০-২, সাকলাইন ১৭-৪-৬৪-৩, মাহমুদউল্লাহ ১-০-৮-০)।
মুশফিকের দল দ্বিতীয় ইনিংস: ৫ ওভারে ২৪/১ (ইমরুল ৮, সৌম্য ৯*, শান্ত ৭*, মুস্তাফিজ ৩-০-১২-১, তাসকিন ২-০-১২-০)
ফল: ম্যাচ পরিত্যক্ত
Discussion about this post