ওভাল টেস্টে প্রথম দিন শেষে দারুণ অবস্থায় চলে গিয়েছিল অজিরা। ৪ উইকেটে ৩০৭ রান নিয়ে দিন শেষ করেছিল ক্লার্কের দল। অথচ বৃহস্পতিবার পুরো প্রথম সেশন ধুয়ে গেল বৃষ্টিতে। শঙ্কা জেগেছিল খেলা মাঠে গড়াবে কি না? তবে খেলা শুরু হল লাঞ্চের ৪০ মিনিট পর। প্রথম দিন ইংল্যান্ড বোলারদের শাসন করেছিলেন ওয়াটসন সেঞ্চুরি করে। আর কাল সেই কাজটা করলেন স্টিভেন স্মিথ। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন এ অজি ব্যাটসম্যান। অপরাজিত থাকলেন ১৩৮ রানে। তাকে সঙ্গ দিলেন মিডল ও লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। তাতেই অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করল ৯ উইকেটে ৪৯২ রানে।
সিরিজ তো আগেই ৩-০ তে জিতে নিয়েছে ইংল্যান্ড। কুকদের টার্গেট সেটা ৪-০ করা। আর অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক শেষ টেস্ট জিতে সান্ত্বনা খুঁজে পেতে চান। হয়তো এ কারণেই এ টেস্টে যাতে একটা ফল হয় তাই অল আউট হওয়ার আগে ইনিংস ঘোষণা দিয়ে বসলেন। তবে বাকি সময় ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোনো বিপদ ছাড়াই দ্বিতীয় দিন শেষ করেছে ৩২ রান তুলে।
সংক্ষিপ্ত স্কোর -অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৪৯২/৯ডিক্লে. (ওয়াটসন ১৭৬, স্মিথ ১৩৮*, সিডল ২৩, হাডিন ৩০, ফকনার ২৩, হ্যারিস ৩৩; অ্যান্ডারসন ৪/৯৫, সোয়ান ২/৯৫)। ইংল্যান্ড ১ম ইনিংস : ৩২/০ (কুক ১৭ ব্যাটিং, রুট ১৩ ব্যাটিং)।
Discussion about this post