বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের হয়ে কিছুদিন আগেই অস্ট্রেলিয়া সফর করে এসেছেন তিনি। যদিও বিশ্রামের সুযোগ মিলেনি। দেশে ফিরেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন এনামুল হক বিজয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ২৯ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লেন এই ব্যাটসম্যান। মশাবাহিত ভাইরাস ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলেন তিনি। এরইমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের জায়গা পেতে লড়াই করা এই ক্রিকেটার।
ঢাকার অ্যাপোলো হাসাপাতালে বুধবার জরুরী বিভাগে চিকিৎসা নিতে গেলে ডাক্তার তাকে ভর্তি হতে পরামর্শ দেন। দেরি না করে হাসপাতালে ভর্তি হয়ে যান জাতীয় দলের এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। সে অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে আসার পরই ক্যাম্পে যোগ দেন তিনি। জানা গেছে প্রস্তুতি ক্যাম্পে থাকার সময়ই জ্বরে আক্রান্ত হন এনামুল। কয়েকদিন জ্বরে ভোগে বুধবার পরীক্ষা করাতে রাজধানীর অ্যাপোলো হাসাপাতালে যান তিনি। সেখানে গিয়েই জানতে পারেন যে তার ডেঙ্গু হয়েছে। এ
এনামুলের অসুস্থতার খবরে ফেসবুকে জাতীয় দলের ক্রিকেটার ও তার বন্ধু কামরুল ইসলাম রাব্বি লিখেছেন, ‘প্লিজ সবাই এনামুল হক বিজয়ের জন্য দোয়া করবেন।’ সেই ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এনামুল। এরপর জাতীয় দলে জায়গা পেতে লড়ে যাচ্ছেন তিনি।
Discussion about this post