আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মতো পথচলা শুরু হয়েছিল মেহেদী হাসান মিরাজের। ইংল্যান্ডের বিপক্ষে ঢাকার মাঠে সেরা তারকা। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি এই অলরাউন্ডারকে। এগিয়ে যাচ্ছেন দাটপে। তারই ধারাবাহিকতায় এবার তিনি নতুন আরেক মিশনে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে বৃহষ্পতিবার রাতেই ক্যারিবিয়ান দীপপুঞ্জের উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা বাংলাদেশের এই অলরাউন্ডারের।
এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বলিউড কিং শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনুমতি পেয়েছেন। সিপিএলে ত্রিনবাগোর হয়ে খেলার জন্য মিরাজকে ১৫ আগস্ট পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে তাকে।
সেই হিসেবে এই সময়ের মধ্যে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মিরাজ। ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ৪ আগস্ট। এরপর ৭, ৯, ১১ ও ১৪ আগস্টে আরো চারটি খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তিনি। তারপর অস্ট্রেলিয়া দল যদি বাংলাদেশ সফরে না আসে তাহলে বোর্ড চাইলে পুরো টুর্নামেন্টেই অংশ নেওয়ার সুযোগ পাবেন মিরাজ। আর অজিরা আসলে ফিরে আসবেন তিনি।
সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কেভিন কুপার ও সুনীল নারইনের মতো তারকা ক্রিকেটারকে। সেই রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে এই টাইগার অলরাউন্ডারকে। জানালেন, ‘তারা সবাই বড় মানের খেলোয়াড়। ওদের সঙ্গে থাকাটা আমার জন্য বিরাট ব্যাপার। ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যেটা পরবর্তীতে কাজে দিবে।’
এবারের সিপিএলে বাংলাদেশ থেকে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসানও। গতবারের দল জ্যামাইকা তালাওয়ার্সের হয়ে খেলবেন তিনি।
Discussion about this post