অনেক প্রচেষ্টার পর এবার তাহলে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে? আট বছর আগে শ্রীলঙ্কান ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকেই কোন টেস্ট খেলুড়ে দেশ কিংবা তারকা ক্রিকেটাররা সেখানে খেলতে যাচ্ছেন না। জিম্বাবুয়েকে অনেক কষ্টে একবার দেশের মাটিতে ডেকে নিয়ে সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান। তারপর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নেই!
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ পাকিস্তানে খেলতে যায়নি।
কিন্তু এবার মরিয়া হয়ে চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরে পিএসএলের ফাইনাল সফলভাবে আয়োজনের পর আত্মবিশ্বাস বেড়েছে তাদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছিলেন, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চাই।’
এখন পাকিস্তানের দিকে হাত দিল আইসিসি। আগামী সেপ্টেম্বরে একটি বিশ্ব একাদশ সফর করতে পারে পাকিস্তানে। যেখানে থাকবেন হাশিম আমলা, মাইকেল ক্লার্কদের মতো বড় তারকারা। সে সফরে পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। দলটির কোচ হিসেবে থাকবেন জিম্বাবুয়ের গ্রেট অ্যান্ডি ফ্লাওয়ার।
Discussion about this post