জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের পর অনেক কিছুই হয়ে গেল শ্রীলঙ্কান ক্রিকেটে। আচমকা অ্যাঞ্জেলো ম্যাথুজ অধিনায়কত্ব ছেড়ে দেন। কিন্তু তার বিকল্প খুঁজে নিতে দেরি করল না শ্রীলঙ্কা ক্রিকেট। বুধবার জানিয়ে দিল টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দিনেশ চান্দিমাল। আর ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক উপুল থারাঙ্গা।
অবশ্য দুজনই অভিজ্ঞ ক্রিকেটার। চান্দিমাল টি-টুয়েন্টিতে আগেই দলের নেতৃত্ব দিয়েছেন। ৩টি ওয়ানডেতে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে তার। যদিও টেস্টে নেতৃত্ব দেবেন এবারই প্রথম। আবার থারাঙ্গা ম্যাথুজের অনুপস্থিতিতে ১৪ ওয়ানডে ও ৫টি টি-টুয়েন্টিতে লঙ্কান দলকে নেতৃত্ব দিয়েছেন।
তার আগে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর ম্যাথুজ বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে কিছু বাজে পারফরম্যান্স ছিল, আমি সেটা মেনে নিচ্ছি। তবে আগেও আমি দায়িত্ব ছাড়তে চেয়েছি কয়েকবার। কিন্তু দলকে বিপদে ফেলতে চাইনি। কারণ তখন কোনো বিকল্প ছিল না। এখন অবশ্য দায়িত্ব নেওয়ার মত ক্রিকেটার আছে। আমি নিশ্চিত ওরা আমার চেয়ে বেশি সফল হবে।’
নতুন টেস্ট অধিনায়ক চান্দিমাল জানালেন, ‘আমাদের জন্য যেভাবে দায়িত্ব পালন করেছে ও সেজন্য তার প্রতি আমি কৃতজ্ঞ।’ আসছে শুক্রবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে অধিনায়ক চান্দিমালের পথচলা শুরু হবে।
Discussion about this post