বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা আসছে সপ্তাহে কাগজ-কলমের ছোঁয়া পাবে। এমনিতে ন্যু ক্যাম্পের ক্লাবের সঙ্গে এই মহাতারকার চুক্তি ছিল ২০১৮ সাল পর্যন্ত। তার আগেই এই চুক্তির মেয়াদ আরো তিন বছর বাড়িয়ে নিল ক্লাব কর্তৃপক্ষ। ৩০০ মিলিয়ন ইউরোতে তার সঙ্গে চুক্তি করছে বার্সা। বাংলাদেশি মুদ্রায় যা কীনা তিনহাজার কোটি টাকা! বিস্ময়কর বটে!
এখানেই শেষ নয়, নতুন চুক্তি হলে মেসি হবেন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। তার সপ্তাহে বেতন প্রায় ৫ লাখ পাউন্ড (৫ লাখ ৬৫ হাজার ইউরো)। বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি ২৩ লাখের বেশি!
এখন বেশি বেতন পাওয়া ফুটবলার রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পারিশ্রমিক সপ্তাহে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় পায় ৩ কোটি ৮২ লাখ টাকা। রিয়ালের আরেক তারকা গ্যারেথ বেলের পারিশ্রমিক সপ্তাহে ৩ লাখ পাউন্ড।
এই পারিশ্রমিক নিয়ে ২০২১ সাল পর্যন্ত বার্সার ঘরের ছেলে হয়ে গেলেন তিনি। ২০০৪ সালে বার্সার সিনিয়র দলের সঙ্গে পথচলা শুরু মেসির। তারপর ক্লাবটির হয়ে জিতেছেন সবগুলো বড় ট্রফি। কোন অপ্রাপ্তিই নেই মেসির। গোটা ক্যারিয়ারটাই এই ক্লাবে খেলে গেলেন এই আর্জেন্টাইন।
Discussion about this post