এরই নাম ব্যস্ততা। দম ফেলার সুযোগও যেন নেই ক্রিকেটারদের। দীর্ঘ এক সফর শেষে ঈদের আগেই ইংল্যান্ড থেকে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সপ্তাহ দুয়েক বিশ্রাম নিয়ে আবারো মাঠে তারা। ১০ জুলাই শুরু হবে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প। কিন্তু তামিম ইকবালের ব্যস্ততা যেন আরেকটু বেশি। কাউন্টি খেলতেই শুক্রবার সকালে ঢাকা ছাড়লেন বাংলাদেশ দলের এই ওপেনার।এই মৌসুমে টি-টুয়েন্টি ব্লাস্টে এসেক্সের হয়ে খেলবেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ক্রিকেট খেলার সময়ই কাউন্টিতে এসেক্সে খেলার প্রস্তাব পেয়েছিলেন তামিম। তখন হ্যা বলে দেন নি। দেশে ফিরে পরিবার, বিসিবির সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছেন এ বাঁহাতি ওপেনার।
কাউন্টিতে সাসেক্সের হয়ে সব ম্যাচ খেলতে পারবেন না তামিম। ৮-৯টি ম্যাচ খেলাতে পারেন তিনি। দেশ ছাড়ার আগে তিনি বলেন, ‘অভিজ্ঞতা অর্জনের জন্যই যাচ্ছি। ভালো তো অবশ্যই খেলতে চাইব। ওরা আমাকে ভালো খেলার জন্যই নিয়েছে। যতোটা পারি শিখতে চাই।’
তারও আগে ২০১১ সালে প্রথমবার নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টিতে খেলেছেন তামিম। পাঁচ ম্যাচে ২০.৮০ গড়ে ১০৪ রান করেছিলেন তিনি।
Discussion about this post