অস্ট্রেলিয়া সফরে জয়ের ধারায় আছে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। প্রথম ম্যাচে নাটকীয়ভাবে দল জিতেছিল ১ উইকেটে। দ্বিতীয় ম্যাচে এসে বড় ব্যবধানেই জিতলেন এনামুল হক-লিন দাসরা। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে নর্দান টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশকে ৭০ রানে হারাল অতিথিরা। প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে কথা বলল তাদের ব্যাট। সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। তারপর বোলারদের দাপটে ধরা দিল অনায়াস জয়।
বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৩ রান করে এইচপি দল। শান্ত খেলেন ১০১ রানের দারুণ এক ইনিংস। এনামুল করেন ৫৮। আর সুযোগ পেয়েই ইরফান শুক্কুর খেলেন ৬০ রানের দ্বায়িত্বশীল ইনিংস। এনটি দলের ম্যাককেল নিয়েছেন ৪ উইকেট।
জবাব দিতে নেনে এনটি আমন্ত্রিত একাদশের জ্যাকব ডিকম্যান (১০৫) শতরান করলেও দল অলআউট ২৪৩ রানে। সাইফ উদ্দিন ৪ উইকেট নিয়েছেন ৩৬ রান খরচায়। পেস বোলার এবাদত নেন ৩ উইকেট।
এইচপি দলের পরের ম্যাচটি হবে শুক্রবার। তারপর ৯ ও ১১ জুলাই সিরিজের বাকি দুই ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর-
বিসিবি এইচপি একাদশঃ ৩১৩/৭ (৫০ ওভার) নাজমুল হাসান শান্ত ১০১, ইরফান শুক্কুর ৬০, এনামুল হক বিজয় ৫৮
নর্দার্ন টেরিটরি একাদশঃ ২৪৩/১০ (ওভারঃ ৪৫.৩) সাইফউদ্দিন ৪/৩৬, এবাদত হোসাইন ২/৩৫
ফল: বিসিবি এইচপি একাদশ ৭০ রানে বিজয়ী
Discussion about this post