আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সময়ই ইংলিশ কাউন্ট্রি ক্রিকেটে খেলার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু টি-টুয়েন্টি ব্লাস্টে এসেক্সের হয়ে খেলার সিদ্ধান্ত নেয়াটা সহজ ছিল না তামিম ইকবালের জন্য। পরিবারের মানুষদের অনুমতির সঙ্গে ছিল।বিসিবির কাছে অনাপত্তিপত্র পত্র। দুটো মিলে যেতেই ভিসার আবেদন। তারই পথ ধরে শুক্রবার সকালে ইংল্যান্ডের পথে উড়াল দেবেন বাংলাদেশ ক্রিকেট দলের এই তারকা ব্যাটসম্যান।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত খেলার পুরস্কারটাই পেয়েছেন এই ড্যাশিং ব্যাটসম্যান। তাছাড়া হাতে যখন সময় আছে তখন এসেক্সের মতো দলের প্রস্তাব ‘না’ বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই। কাউন্টিতে খেলার স্বপ্ন থাকে প্রতিটি ক্রিকেটারেরই।
এমনিতে আসছে আগষ্টে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তার আগে টাইগারদের ক্যাম্প শুরু হবে ১০ জুলাই থেকে। তিনি যেহেতু ইংল্যান্ডে ক্রিকেটের মধ্যেই থাকবেন তাইতো কো চন্ডিকা হাথুরুসিংহের অনুমতি পাওয়া গেছে। তবে মাসের শেষেই হয়তো দেশে ফিরতে হবে তামিমকে। তার আগে কাউন্টিতেসর্বোচ্চ ৮-৯ টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে তার।
তবে অজি ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার দ্বন্দে বাংলাদেশ সফরটা এখন শঙ্কায় আছে। সেক্ষেত্রে আরো বেশিদিন ইংল্যান্ডে থাকতে পারেন তামিম। যদিও তারপর তার সামনে ব্যস্ত সূচি। অস্ট্রেলিয়ার পরই আছে দক্ষিণ আফ্রিকা সফর। তারপর দেশে ফিরে বিপিএল। জানুয়ারিতে শ্রীলঙ্কার আসার কথা। আগামী ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফর। দম ফেলার সুযোগ নেই।
কাউন্টি অভিজ্ঞতা অবশ্য আগেই হয়েছে তামিমের। নাটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি খেলেছিলেন তিনি। সেটা ২০১১ সালে।
Discussion about this post