ক্যারিবীয় দ্বীপে মধুচন্দ্রিমায় আছেন লিওনেল মেসি, তার স্ত্রী অ্যান্তোলিনা রোকুজ্জো আর তার দুই ছেলে থিয়াগো ও মাতেও। ছুটির এই সময়ে জানতে পারলেন সুখবর। বার্সেলোনা মেনে নিয়েছে তার শর্ত। চুক্তি হয়ে যাচ্ছে দুই পক্ষের। কাতালান ক্লাবটির সঙ্গেই থাকছেন মেসি।
এমনিতে ন্যু ক্যাম্পের ক্লাবের সঙ্গে মেসির চুক্তি ছিল ২০১৮ সাল পর্যন্ত। তার আগেই এই চুক্তির মেয়াদ আরো তিন বছর বাড়িয়ে নিল ক্লাব কতৃপক্ষ। ৩০০ মিলিয়ন ইউরোতে তার সঙ্গে চুক্তি করছে বার্সা। বাংলাদেশি মুদ্রায় যা কীনা তিনহাজার কোটি টাকা! কাগজ-কলমের আনুষ্ঠানিক এই চুক্তি হবে আগামী সপ্তাহে। হানিমুন শেষ করে এই মহাতারকা স্পেনে ফিরবেন ১৫ জুলাই। তারপরই হবে আলোচিত এই চুক্তি।
২০২১ সাল পর্যন্ত বার্সার ঘরের ছেলে হয়ে গেলেন তিনি।গোটা ক্যারিয়ারটাই এই ক্লাবে খেলে গেলেন মেসি। জানা গেল নতুন এই চুক্তিতে ৩১ বছর বয়সী এ ফুটবলারই হবেন বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। বছরে বেতন দাঁড়াবে ২২ মিলিয়ন ইউরো। ২০০৪ সালে বার্সার সিনিয়র দলের সঙ্গে পথচলা শুরু মেসির। তারপর ক্লাবটির হয়ে জিতেছেন সবগুলো বড় ট্রফি। কোন অপ্রাপ্তিই নেই তার।
এমন একজন ফুটবলারের সঙ্গে নতুন চুক্তিতে আসতে পারে খুশি কাতালঅন ক্লঅবটিও। বার্সেলোনার সহ সভাপতি জর্ডি মেস্ট্রে বললেন, ‘মেসির সঙ্গে নতুন চুক্তির কাগজপত্র সব প্রস্তুত আছে। এখন শুধু তার সই করাটাই বাকি। আশা করছি আগামী সপ্তাহে তা হয়ে যাবে।’
Discussion about this post