আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের চার দলরে তিনটিই এশিয়ার। এমন সাফল্যে যারপরনাই খুশি অমিতাভ বচ্চন। বলিউডের এই কিংবদন্তি এনিয়ে রসিকতা করলেন টুইটারে।
গত মঙ্গলবার চার রঙের পোশাক পরে নিজের একই ছবিকে তিনি চারবার কোলাজ করে তিনি লিখেছনে, ‘ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-১৭, ৪ সেমিফাইনালিস্ট, ৩টি একই দেশ থেকে, যারা একসময় চতুর্থ সেমিফাইনালিস্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল… এখন কে নিয়ন্ত্রণ করবে?’
অমিতাভের এই টুইট বুঝতে অবশ্য ইতিহাসের পাতায় চোখ রাখতে হবে। এই চ্যাম্পিয়ন্স ট্রফির চার সেমিফাইনালিস্ট বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড ভৌগলিক ও রাজনৈতিক ইতিহাসে জড়িয়ে আছে। ১৯৪৭ সালের আগ পর্যন্ত সুদীর্ঘ সময় উপমহাদেশ শাসন করেছেন ব্রিটিশরা। তারপর ইংলিশদের হটিয়ে তখনকার ভারত ও পাকিস্তানে বিভক্ত হয়। এরপরবর্তীকালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়।
অমিতাভ এই গল্পটাই তুলে ধরেছেন।
Discussion about this post