সেই চেনা মুস্তাফিজের দেখা নেই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আলাদা করেই তার দিকে চোখ ছিল ক্রিকেট ভক্তদের। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়নি! তার বড় অস্ত্র কাটারেরও দেখা নেই। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে প্রশ্ন থাকছে দ্য ফিজ কী সেই চেনা ছন্দে ফিরতে পারবেন?
সেই সম্ভাবনা নেই বললেই চলে! কেননা, ইংলিশ কন্ডিশনে কাটারের দেখা মিলছেই না। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে সব ম্যাচ খেলে মুস্তাফিজ নিয়েছেন মাত্র ১টি উইকেট! যদিও টুর্নামেন্ট শুরুর আগে খোদ আইসিসি আলাদা চোখে দেখেছিল তাকে। বলা হচ্ছিল সেরা উদয়ীমান হতে পারেন বাংলাদেশ দলের এই পেসার। কিন্তু সেই পথে নেই তিনি।
কেন এমনটা হচ্ছে? উত্তরটা দিলেন মুস্তাফিজই, ‘দেখুন উন্নতির কোনো শেষ নেই। সত্যি বলতে কী বাংলাদেশে আমার কাটারগুলো বেশি কার্যকর ছিল। এখানে সেটি খুব বেশি কাজ করছে না। তবে আমি এখনও চেষ্টা করে যাচ্ছি।’
সেই চেষ্টাটা ভারতের বিপক্ষেও করতে চান তিনি। এই দলটির বিপক্ষে সাফল্য দিয়েই আলোচনায় এসেছিলেন দ্য ফিজ। জানালেন, ‘আমরা সেমিফাইনালে উঠেছি। প্রতিটি খেলোয়াড় যার যার জায়গা থেকে ভালো করেছে। ভারতের বিপক্ষে সেমিফাইনাল যত এগিয়ে আসছে সবাই আরও উদ্দীপিত হচ্ছে। আশা করছি ভালো কিছু হবে।’
আর নিজেও সেরাটা দিয়ে লড়তে চান। বলেন, ‘ভারতের বিপক্ষে আমি নিজের সেরা বোলিং করতে চাই।’ বৃহস্পতিবার সেমিতে বিরাট কোহলিদের সঙ্গে লড়বে টাইগাররা।
Discussion about this post