তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের আশারফুল। কিন্তু পাতানো ম্যাচের সঙ্গে জড়িয়ে এখন ঝরাফুল! বাংলাদেশের বড় জয়ের সঙ্গে বরাবরই জড়িয়ে আছে তার নাম। সেই মোহাম্মদ আশরাফুল আজ থেকে ১২ বছর আগে কার্ডিফের সোফিয়া গার্ডেন ব্যাটে ঝড় তুলেন। ২০০৫ সালের ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়া বধের নায়ক তিনি। শতরান করেন তিনি। এই মাঠে শুক্রবার নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে টাইগাররা।
এই মাঠে কি করে সাফল্য পেতে হয় সেটা ভাল করেই জানেন অ্যাশ। তাইতো সাবেক অধিনায়ক কিছু পরামর্শ দিয়েছেন মাশরাফি ও টিম ম্যানেজম্যান্টকে। তিনি মনে করেন দলে কৌশলগত কিছু পরিবর্তন আনা দরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই এইসব ঠিক করা উচিত বলে মনে করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তিন পেসারের পরিবর্তে দলে চারজন পেসার চাইছেন আশরাফুল।
আশরাফুল জানালেন, ‘দেখুন, আগের দুই ম্যাচে আমাদের বোলিং বিশ্বমানের হয়নি। তাছাড়া আগের ম্যাচে আমরা ব্যাটিংও ভালো করতে পারিনি। তবে সব মিলে প্রধান সমস্যা হলো বোলিং। যা আমাদের অন্য দলগুলোর থেকে পিছিয়ে দিচ্ছে।যদি বোলাররা ভালো করতে না পারে তাহলে ম্যাচ জেতা অসম্ভব। বোলারদের তাদের দায়িত্ব কাঁধে নিতে হবে।’
তবে কার্ডিফের আবহাওয়ায় সাফল্য পাওয়াটা কঠিন।নিজের অভিজ্ঞতা থেকে এই তারকা ক্রিকেটার বলেন, ‘এমন আবহাওয়ায় আমাদের ভালো করা বেশ কঠিন। আমাদের ক্রিকেটাররা এই কন্ডিশনের সঙ্গে অভ্যস্থ না। যদিও তারা সেখানে প্রায় এক মাস থেকে আছে। তারপরও আবহাওয়ায় দিক থেকে বাংলাদেশ পিছিয়ে থাকবে।’
Discussion about this post