কার্ডিফ বাংলাদেশের জন্য এক ‘লাকি গ্রাউন্ড।’ সেই ২০০৫ সালে ত্রিদেশীয় সিরিজে এ মাঠেই অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছিল লাল-সবুজরা। ১২ বছর পর সেই স্মৃতির বারান্দায় মাশরাফি বিন মুর্তজার দল। এবার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় চাই টাইগারদের।
অবশ্য লন্ডন পর্ব শেষ করে মঙ্গলবার কার্ডিফে পৌঁছতে ২ ঘন্টা বাড়তি জ্যামে বসে থাকতে হল সাকিব-মুশফিকদের। কিন্তু সেখানে গিয়েই মনটা ভাল হেয় গেল সবার। এখানেই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৫ সালে ঐতিহাসিক ধরা দিয়েছিল।
নিউজিল্যান্ড এখন চেনা এক প্রতিপক্ষ বাংলাদেশের। এ কারণেই হয়তো কিছুটা স্বস্তিতে দল। কয়েকদিন আগেই আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে কিউইদের হারিয়েছিল। এবারো তেমন কিছুর প্রত্যাশায় তামিম-সাকিবরা। ভেন্যুতে পা রেখেই চনমনে গোটা দল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিং করেও ৮ উইকেটে হারতে হয়ছে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টির কারণে রক্ষা হয় টাইগারদের। সেই ম্যাচে পাওয়া এক পয়েন্ট সেমির স্বপ্ন দেখাচ্ছে।
গ্রুপ ‘এ’- থেকে সেমির টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে শেষ চারের জায়গা পাওয়ার সম্ভাবনা এখনো তিন দলই টিকে রয়েছে।
এদিকে কার্ডিফের ম্যাচ দেখতে প্রবাসি বাঙালিরা অপেক্ষায় আছেন। ব্যাপারটায় খুশি খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। আয়োজকরা তাদের অফিসিয়াল পেজে লিখেছে, ‘বিশ্বের যে প্রান্তেই বাংলাদেশ ক্রিকেট দল খেলুক না কেন, তাদের সমর্থকরা সবসময়ই সেখানে হাজির হন। তাদের সংখ্যাটাও থাকে অনেব বেশি।’
Discussion about this post