আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো একটা ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন তামিম ইকবাল। তকে আক্ষেপ আছে মাত্র ৫ রানের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সোমবার সেঞ্চুরির দেখা মিলল না। তারপরও দুই ম্যাচে করেছেন ২২৩ রান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা, তাইতো প্রাণ খুলে করলেন তামিম বন্দনা।
টুর্নামেন্টের উদ্ভোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪৪ বলে ১২৮ রান কেরন তামিম। তারপর সোমবার ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরির কাছাকাছি গিয়েও আউট। সতীর্থরা ব্যর্থ হলেও ১১৪ বলে ৬ টি চার আর ৩ টি ছক্কায় ৯৫ রান করেন তামিম।
দুর্ভাগ্য দেশসেরা এই ব্যাটসম্যানের। এনিয়ে তিনবার ৯৫ রানে ফিরলেন তামিম। ২০১০ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম নার্ভাস নাইনটিজে ফিরে যান। তারপর ২০১৫ সালে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আউট ৯৫ রানে।
সোমবার তামিম ১১৪ বলের ইনিংসে হাঁকিয়েছেন ৬টি চার ও তিন ছক্কা।
তামিম বন্দনা করতে গিয়ে মাশরাফি বলেন, ‘ক্রিকেট বিশ্বের দুই সেরা দলের সঙ্গে তামিম গত দুই ম্যাচে যেভাবে ব্যাটিং করেছে এটা প্রমাণ করে ও দুর্দান্ত ফর্মে আছে। এমনকি আপনি দেখতে পারেন সর্বশেষ ৮-১০ ম্যাচেও তামিম বড় স্কোর গড়েছে। সে পাকিস্তানের সঙ্গে সেঞ্চুরি করেছে, শ্রীলংকার মাটিতে তাদের বিপক্ষে শতক করেছে। বিশ্বের সেরা ব্যাটসম্যানরা সেরা সময়ে যেভাবে ব্যাট করে তামিম তাই করেছে।’
এখানেই শেষ নয়, টাইগার অধিনায়ক আরো বলেন, ‘ও ফর্ম যথার্থ ও ধারাবাহিকভাবে ধরে রেখেছে। খেয়াল করে দেখুন, সে যেভাবে পেসারদের বল ডাউন দ্যা ট্রাকে এসে খেলেছে এটাই তাঁর উদ্দেশ্যের প্রমাণ রাখে।’
Discussion about this post