নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। আর চার ওভার খেলা হলেই হয়তো ডাকওয়াথ লুইস ম্যাথডে সর্বনাশ হয়ে যেতো। কিন্তু বৃষ্টি বাঁচিয়ে দিল টাইগারদের। লন্ডনের কেনিংটন ওভালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত।
সোমবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে মাত্র ১৮৩ রানের লক্ষ্য দেয় মাশরাফিরা। তারপর ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৩ রান করে ফেলেছিল স্টিভেন স্মিথের দল। কিন্তু এরপরই অঝোর ধারার বৃষ্টি! তাতেই অস্ট্রেলিয়ার সহজ জয়ের স্বপ্ন ভেসে গেল!
পয়েন্ট ভাগাভাগি। অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ২। নিউজিল্যান্ডের বিপক্ষে অজিদের প্রথম ম্যাচটিও ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ওই ম্যাচে অস্ট্রেলিয়াই ছিল হারের মুখে। সেই কারণেই কীনা কে জানে নিশ্চিত জয়ের ম্যাচ থেকে পেলো ১ পয়েন্ট।
এই পয়েন্ট অর্জন সেমিফাইনালে উঠার সম্ভাবনা কিছুটা হলেও টিকে থাকল টাইগারদের। যদিও সেই সমীকরণ বেশ কঠিন।
চলুন দেখে নেই কী হলে সেমিতে যাবে টাইগাররা তার বিশ্লেষণ-
- সামনের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে নিউজিল্যান্ডকে হারতে হবে। শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে আর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে জিততে হবে ইংল্যান্ডকে। তাতে পয়েন্ট দাঁড়াবে, ইংল্যান্ড-৬, বাংলাদেশ -৩, অস্ট্রেলিয়া- ২ ও নিউজিল্যান্ড -১।
- আর নিউজিল্যান্ডের কাছে যদি ইংলিশরা হেরে যায়, তবে অস্ট্রেলিয়ার কাছেও ইংল্যান্ডকে হারতে হবে। তার মানে ইংল্যান্ডকে হারতে হবে দুই ম্যাচেই। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশকে। তখন পয়েন্ট দাঁড়াবে, অস্ট্রেলিয়া -৪, বাংলাদেশ -৩, নিউজিল্যান্ড-৩, ইংল্যান্ড -২। এ ক্ষেত্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের যে রান রেটে এগিয়ে থাকবে, তারাই যাবে শেষচারে।
এছাড়া বাংলাদেশ যদি শেষ ম্যাচ হেরে যায়, তবে- বিদায় নেবে বাংলাদেশ।
Discussion about this post