ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই মহারণ। উত্তেজনার উত্তাপে গোটা ক্রিকেট বিশ্ব দুই ভাগে বিভক্ত। রোববার সেই ঐতিহাসিক দিন। বার্মিংহ্যামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি দুই ‘চিরশত্রু’ প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তান। বিকেল সাড়ে তিনটায় শুরু হবে এই ক্রিকেট যুদ্ধ।
দীর্ঘ ৩৯ বছরে ওয়ানডে ক্রিকেটে ৬৫ বার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। জয়ের পাল্লাটা পাকিস্তানের দিকেই বেশি ভারি। তারা জিতেছে ৩৪ ম্যাচে। ভারতের জয় ২৭টি। বাকী ৪ ম্যাচে নিষ্পত্তি হয়নি।
পাকিস্তানের জন্য এই ম্যাচে ভয়ের কারণ হতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুর্দান্ত ফর্মে আছেন তিনি। তাছাড়া দলটির অন্য ব্যাটসম্যানরাও কম যাচ্ছেন না। এদিকে দেশটির পেস অ্যাটাক পরীক্ষায় ফেলতে পারে পাকিস্তানকে। জাসপ্রিত বুমরা, ভুবেনশ্বের কুমার, উমেশ যাদবরা এরইমধ্যে সে প্রমাণ দিয়েছেন। স্পিনে তুরুপের তাস হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
পাকিস্তানও প্রস্তুত।মোহাম্মদ আমির, জুনায়েদ খান, হাসান আলি, ওয়াহাব রিয়াজদের নিয়ে দুর্দান্ত পেস অ্যাটাক দেশটির। স্পিনে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পরীক্ষা নিতে পারেন তরুণ স্পিনার সাদাব খান। পাকিস্তানের চিন্তার নাম ব্যাটিং। যদি এ ডিপার্টমেন্টে জ্বলে ওঠেন আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, বাবর আজম, শরফরাজ আহমেদরা, তাহলে ভারতের বিপক্ষে জেতা অসম্ভব হবে না পাকদের জন্য। এখন দেখার বিষয় আসলে আজ এ দুই দেশের লড়াইয়ে কি হয়।
এদিকে বার্মিংহ্যামের আকাশে কালো মেঘের ছড়াছড়ি। যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে সে রকম তথ্যই জানান হয়েছে। কে জানে বৃষ্টিই জিতে কীনা এই ম্যাচে।
Discussion about this post