এইতো কিছুদিন আগে ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। কিন্তু ইউনিস খানের মনটা ঠিকই ক্রিকেটেই মজে আজে। তাইতো অবসর সময়ে বসে পাকিস্তানি এই কিংবদন্তি বানিয়ে ফেললেন তার সর্বকালের সেরা টেস্ট একাদশ। যেখানে শেন ওয়ার্ন নয়, মুত্তিয়া মুরালিধরনকেই রেখেছেন তিনি। তার টেস্টের সর্বকালের সেরা একাদশের নেতৃত্বে রয়েছেন স্বদেশি ইমরান খান।
ইউনিসের সেরা একাদশের উইকেটকিপার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। টেস্টের সর্বাধিক রান সংগ্রাহক শচীন টেন্ডুলকারকে রাখতে ভুল করেন নি তিনি। একাদশে আছেন ব্রায়ান লারাও।
কিন্তু বিস্ময়কর হলেও সত্য দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের জায়গা হয়নি সেই একাদশে। কিন্তু ঠিকই পাকিস্তানেরই আরেক গ্রেট হানিফ মোহাম্মদকে দলে রেখেছেন। আছেন নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি।
ইউনিস খানের সর্বকালের সেরা একাদশ-
ইমরান খান (অধিনায়ক), হানিফ মোহাম্মদ, শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, ব্রায়া্ন লারা, ভিভ রিচার্ড, গারফিল্ড সোবার্স, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), রিচার্ড হ্যাডলি, মুত্তিয়া মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রা।
Discussion about this post