ট্রফি জয়ের উল্লাসে মেতে উঠা তাদের জন্য ছিল সময়ের ব্যাপার মাত্র। শুক্রবার রাতে তাই করল চেলসি। দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধার করল ব্লুজরা। ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে ১-০ গোলে জিতে ট্রফিটা নিজের করে নেয় তারা। উৎসবে ভাসে স্ট্যামফোর্ড ব্রিজের এই ক্লাব।
২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা যোগ্য দল হিসেবেই এবার পেল লিগ শিরোপা। ক্লাবের ইতিহাসে চেলসির এটি ষষ্ঠ আর গত ১৩ বছরে পঞ্চম ট্রফি।
লিগের এ অবস্থায় ৩৬ ম্যাচ শেষে চেলসির অর্জন ৮৭ পয়েন্ট। টটেনহ্যাম হটস্পার ৭৭ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির অর্জন ৬৯ পয়েন্ট।
এদিন আন্তোনিও কোন্তে গড়লেন দারুণ এক রেকর্ড। চতুর্থ কোচ হিসেবে প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই ট্রফি পেলেন এ ইতালিয়ান। ২০০৪-০৫ মৌসুমে হোসে মরিনহো, ২০০৯-১০ মৌসুমে কার্লো আনচেলত্তি ও ২০১৩-১৪ মৌসুমে মানুয়েল পেল্লেগ্রিনি এ রেকর্ড স্পর্শ করেন।
Discussion about this post