মোশাররফ হোসেন রুবেল দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন। তুলে নিয়েছিলেন প্রতিপক্ষের পাঁচ উইকেট। কথা বলেছিল নাঈম ইসলামের ব্যাট। কিন্তু অন্য সতীর্থরা সেভাবে মেলে ধরতে পারেননি নিজেদের। তাইতো প্রাইম দোলেশ্বরের কাছে ২৯ রানে হেরে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এই হারে সুপার সিক্সের পথ কঠিন হয়ে গেছে সাবেরক চ্যাম্পিয়নদের।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এ অবস্থায় ৯ ম্যাচে ষষ্ঠ জয়ে চার নম্বরে উঠে এসেছে দোলেশ্বর। আর ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রূপগঞ্জ।
বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৭৬ রানে অলআউট হয় দোলেশ্বর। জবাব দিতে নেমে ৬ উইকেটে ২৪৭ রান তুলে রূপগঞ্জ।
অবশ্য শুরুটা বেশ ভাল ছিল রূপগঞ্জের। হাসানুজ্জামান ৬৩ বলে ৫০ রান করেন। কিন্তু মোশাররফ, রাজা আলি দার চটজলদি ফিরেন। তবে প্রতিরোধ গড়ার চেস্টা করেন নাঈম ইসলাম ও ইয়াসির আলী চৌধুরী। অধিনায়ক নাঈম ইসলাম করেন ৮৫ বলে ৭৮ রান। এমন ইনিংসও দলকে জেতাতে পারেনি।
শরিফউল্লাহ ৩ উইকেট নিয়েছেন ৩২ রানে।
এদিকে প্রিমিয়ার লিগে বৃহস্পতিবারের অন্য ম্যাচে ভিক্টােরিয়াকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী। ৯ ম্যাচে সাত জয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে ব্যবধান কমাল আবাহনী (১৪)। এক ম্যাচ কম খেলা গাজীর পয়েন্ট এখন ১৬। আরেক ম্যাচে পারটেস্কের বিপক্ষে ২ উইকেটে জিতেছে মোহামেডান।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম দোলেশ্বর: ৪৯.৫ ওভারে ২৭৬ (ইমতিয়াজ ২৪, মজিদ ১১, শাহরিয়ার ৩১, মার্শাল ৬০, শরিফউল্লাহ ৮২, জাকের ৩০, চতুরঙ্গ ১৩, রেজা ১৩, এনামুল ১১, হাবিবুর ০, সানি ০*; শরীফ ২/৬৯, রাজা ২/৪৬, রাসেল ০/২৮, মোশাররফ ৫/৫৭, মাহমুদুল ০/২২, আসিফ ০/৫৪)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৪৭/৬ (হাসানুজ্জামান ৫০, পিনাক ১৯, নাঈম ৭৮, মোশররফ ২, রাজা ১৬, ইয়াসির ৪৪, শরীফ ২২*, মাহমুদুল ১০*; রেজা ০/৫৪, সানি ১/৫৬, এনামুল ০/৩১, চতুরঙ্গ ০/৩৯, হাবিবুর ১/২৩, মার্শাল ০/১০, শরিফউল্লাহ ৩/৩২)
ফল: প্রাইম দোলেশ্বর ২৯ রানে জয়ী
ম্যাচসেরা: শরিফউল্লাহ।
Discussion about this post