ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগে এরচেয়ে ভাল প্রস্তুতি বুঝি আর হতেই পারতো না। সাসেক্সে দুটো প্রস্তুতি ম্যাচেই কথা বলল ব্যাটসম্যানদের ব্যাট। তারপর আয়ারল্যান্ডে প্রথম ম্যাচে নেমেই প্রত্যাশাকে ছাড়িয়ে যাওয়া সাফল্য। সত্যিকার অর্থেই দারুণ মেজাজে আছে বাংলাদেশ। বুধবার প্রথমে সাব্বির রহমানের সেঞ্চুরি, তারপর বোলারদের ম্যাজিক। দুইয়ে মিলে ত্রিদেশীয় সিরিজের আগে আয়ারল্যান্ডে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে ১৯৯ রানে জিতল টাইগাররা।
বুধবার বেলফাস্টের স্থানীয় স্টোরমন্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আর দল ৭ উইকেটে ৩৯৪ রান তুলে। জবাব দিনে নেমে ৪১.২ ওভারে ১৯৫ রানে অলআউট আয়ারল্যান্ডের দ্বিতীয় সেরা দল।
দুটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও রুবেল হোসেন।
এর আগে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলে টাইগার ব্যাটসম্যানরা। সাব্বির ঠিক ১০০ রান করে ফিরে যান। তামিম ইকবাল মাত্র ১৪ রানের জন্য পেলেন না শতক। মাহমুদুল্লাহ ফিরেন ৪৯ রানে।
সব মিলিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে শুক্রবার ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৯৪/৭ (তামিম ৮৬, সৌম্য ১৭, সাব্বির ১০০, সাকিব ৪৪, মোসাদ্দেক ৩১, মুশফিক ৪১, মাহমুদউল্লাহ ৪৯, মাশরাফি ৮*, মিরাজ ০*; ইয়ং ১/৮২, ম্যাকব্রায়ান ২/৬৯, শেন ৩/৬০)
আয়ারল্যান্ড ‘এ’: ৪১.২ ওভারে ১৯৫/১০ (শ্যানন ৩১, টেক্টর ৬০, অ্যান্ডারসন ৬, টেরি ২২, ম্যাকব্রায়ান ১৮, শেন ৯, ডেনিসন ২৪, কেন ৬, গ্র্যাসি ০, ইয়ং ১, লিটল ০*; মুস্তাফিজ ২/১৭, শুভাশীষ ১/৬১, মাশরাফি ২/৩১, রুবেল ২/৩৫, সাকিব ২/৩২, সৌম্য ১/১৩)
ফল: বাংলাদেশ ১৯৯ রানে জয়ী
Discussion about this post