ক্রিকেট ছেড়েছেন অনেকদিনই হয়ে গেল। কিন্তু জনপ্রিয়তায় এখনো সেই আগের মতোই আছেন শচীন রমেশ টেন্ডুলকার। টেস্ট-ওয়ানডে মিলিয়ে সেঞ্চুরির সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান তারই পথ ধরে পুরস্কার পেয়েই যাচ্ছেন।
এবার আরেকটি অর্জন যোগ হল ভারতীয় এই ক্রিকেট কিংবদন্তির নামের পাশে। লন্ডনে ফেলোশিপ এশিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তিনি৷চতুর্থ এশিয়ান হিসেবে এই সম্মান পেলেন ব্যাটিংয়ের প্রায় সবগুলো রেকর্ডের মালিক৷
তারও আগে পন্ডিত রবিশঙ্কর, স্যার বেন কিংসলে ও জ্যাকি চ্যান এই সম্মান পেয়েছিলেন।
গত ২০১০ থেকে দেয়া হচ্ছে এই পুরস্কার৷ শচীন পেলেন ‘লেবারা পিপল’স চয়েস’। পুরস্কার নিতে এসে তিনি বলছিলেন চ্যারিটি ও একাধিক অনুষ্ঠানের মাধ্যমে টাকা তুলে অসহায় মানুষদের সাহায্য করতে চান তিনি৷তিনি রাজ্যসভার সাংসদ হয়ে এরইমধ্যেই দু’টি গ্রাম দত্তক নিয়েছেন৷একাধিক সমাজসেবার সঙ্গে জড়িত শচীন৷ এভাবেই নিজেকে অন্যের জন্য বিলিয়ে দিতে চান তিনি।
Discussion about this post