রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিলেন সতীর্থদের মনে। তাইতো চট জলদি হেলিকপ্টারে করেই হাসপাতালে নেয়া হয় আব্দুর রাজ্জাককে। স্বস্তির খবর হল- ডাক্তারি পরীক্ষায় জানা গেছে তেমন মারাত্মক কিছু ঘটেনি। তিন সপ্তাহ বিশ্রামে থাকলেই সেরে উঠবেন এই স্পিনার।
ঘটনা শনিবারের। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ম্যাচে আঘাত পান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক রাজ্জাক। ইনিংসের ৪৫তম ওভারে রান নিতে গিয়ে উইকেট বাঁচাতে ডাইভ দিতে গিয়ে পড়ে যান তিনি। বাজেভাবে পড়ায় দাঁড়াতেই পারছিলেন না। তাইতো দ্রুত হেলিপক্টারে তাকে নেয়া হয় হাসপাতালে।ডান হাঁটুতে ও বাঁ-পায়ের উরুর পেশিতে চোট পান তিনি।স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে!
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শোনা যায় স্বস্তির খবর-চোট গুরুতর নয়। ‘এমআরআই’ রিপোর্টের পরই চোট সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ অবস্থায় ধারনা করা হচ্ছে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে যেতে হতে পারে রাজ্জাককে। দুর্দান্ত ফর্মে থাকা এই ক্রিকেটার জাতীয় দলে ফেরার লড়াইয়ে আছেন।
Discussion about this post