আসল লড়াইয়ের আগে পরিবেশের সঙ্গে বেশ মানিয়ে নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগের ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হলেও এবার ঠিক বড় জয় তুলে নিল টাইগাররা। সাসেক্সের দ্বিতীয় একাদশের বিপক্ষে দল জিতল ১৩৪ রানের বড় ব্যবধানে। ব্যাটে-বলে নজর কাড়লেন মেহেদী হাসান মিরাজ। সঙ্গে ইমরুল কায়েস এবং সাব্বির রহমানও ছিলেন দুর্দা্ন্ত।
হোভে অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে সাব্বিরের সঙ্গে শতরানের জুটি গড়েন ইমরুল। দুর্দান্ত খেলে ৪৫ বলে ৮টি চারে হাফসেঞ্চুরিতে যান ইমরুল। অর্ধশতকের জন্য সাব্বির খেলেন ৫৩ বল। অবশ্য ৫২ রান করে ফিরেন তিনি।
আর ইমরুল ৭৮ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৯২ রান করে স্বেচ্ছায় অবসর নেন। তবে ব্যর্থ মোসাদ্দেক হোসেন ও নাসির হোসেন দুই অংকের ঘরে পৌঁছার আগেই আউট। ৩১ বলে ৪০ রান করেন মুশফিক।
তারপর মিরাজ দলের রান নিয়ে গেছেন অনেক ওপরে। ৫৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ৬০ রানে। নুরুল হাসান ২৪ বলে করেন ২৭ রান। বাংলাদেশ করে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান।
জবাব দিতে নেমে ৪০.৩ ওভারে ১৮০ রানে অলআউট সাসেক্স দ্বিতীয় একাদশ। মিরাজ ৩১ রানে তুলে নেন ৩ উইকেট। তাসকিন ও শুভাশীষ রায় নিয়েছেন দুটি করে উইকেট।
এই ম্যাচে ছিলেন না মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post