হঠাৎ করেই দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ শিবিরে। কারণটাও সংগত, বাংলাদেশ ক্রিকেট দলের প্রানভ্রোমরা যে তিনি। তাছাড়া সামনেই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। এরপরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দুটো মিশন সামনে রেখে এখন সাসেক্সে টাইগাররা অনুশীলনে ব্যস্ত। কিন্তু সেখানে তামিম ইকবাল ইনজুরিতে পড়ায় চিন্তায় ছিল টিম ম্যানেজম্যান্ট।
অবশ্য তাকে ছাড়াও প্রথম প্রস্তুতি ম্যাচটা মন্দ কাটেনি টাইগারদের। মুশফিকুর রহীমের সেঞ্চুরিতে বাংলাদেশ ডিউক অব নরফোকের বিপক্ষে ৭ উইকেটে ৩৪৫ রানে করে টাইগাররা।
সামনে আরো ব্যস্ত সূচি। তার আগে সুখবর। ইনজুরির ধাক্কা প্রায় সামলে উঠেছেন তামিম।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, তামিমের চোট গুরুতর কিছু না।বললেন, ‘তামিমের ইনজুরি সম্পর্কে অফিসিয়ালি এখনও কিছু জানিনা। আমাদের কাছে বড় ইনজুরি মানে দেশে ফেরার মতো কিছু না হলেও জানানো হয়। সেখানে হয়তো ওর একটা স্ক্যান হবে। তারপরই বুঝতে পারবো কি অবস্থা।’
তবে টিম ম্যানেজম্যান্ট সূত্রে জানা গেছে চোট তেমন মারাত্মক নয় তামিমের। তাইতো দুশ্চিন্তার কিছু নেই!
Discussion about this post