এইতো দিন কয়েক আগেই জানা গেছে- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে হাজার কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাকার অঙ্ক এমন আকাশ ছোঁয়া হলেও উন্নতি হচ্ছে না অনেক কিছুই। নারী ক্রিকেটারদের ম্যাচ ফি নিয়ে রীতিমতো প্রশ্ন উঠল।
জাতীয় চ্যাম্পিয়নশিপে নারী ক্রিকেটারদের ম্যাচ ফি নির্ধারিত করা হল মাত্র ৬০০ টাকা! কক্সবাজারে আগামী ১৬ মে থেকে আটটি বিভাগীয় দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হবে।
পুরুষ ক্রিকেটাররা যেখানে পাচ্ছেন মোটা অঙ্কের অর্থ সেখানে নারীদের প্রতি কেন এই অবহেলা? মিডিয়াকে বিসিবির উইমেন্স উইং চেয়ারম্যান এমএ আউয়াল চৌধুরি জানালেন, ‘ছেলেদের জাতীয় দলের স্পন্সর স্বত্ব থেকে কোটি কোটি টাকা আসছে। কিন্তু মেয়েদের আলাদা স্পন্সর পাচ্ছি না। কেউ এগিয়ে আসছে না। বড় বড় কোম্পানিকে আমরা বলি, কেউ আসে না।’
এই সমস্যাটা অবশ্য পুরো ক্রিকেট বিশ্বেই। কিন্তু অন্যরা ভুর্তুকি দিয়ে বৈষম্য দুর করে। এখানে সেটা দেখা যাচ্ছে না।
পুরুষদের জাতীয় লিগে প্রথম স্তরে ম্যাচ ফি ২৫ হাজার টাকা। দ্বিতীয় স্তরে ২০ হাজার টাকা। বিসিএলে ম্যাচ ফি ৫০ হাজার টাকা। সেখানে নারীদের মাত্র ৬০০ টাকা! এরচেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে?
Discussion about this post