সেই পুরনো মাশরাফি বিন মুর্তজাকেই যেন খুঁজে পাওয়া গেল ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে বুধবার যেন নিজেকে উজাড় করে দিলেন তিনি। আয়ারল্যান্ড ও ইংল্যা্ন্ড সফরের আগে ছন্দে ফিরলেন তিনি। সেই অলরাউন্ডারকেই দেখা গেল বিকেএসপিতে। কথা বলল তার ব্যাট-বল। এমন মাশরাফিকেই চাইছিলেন নির্বাচকরা। তার ম্যাজিকে কলাবাগান ক্রীড়া চক্রকে৩ উইকেটে হারায় রূপগঞ্জ। এনিয়ে চার ম্যাচের তিনটিতেই জিতল সাবেক চ্যাম্পিয়নরা।
এমন অাকাশ ছোঁয়া আত্মবিশ্বাস নিয়েই ম্যাশ উড়াল দিলেন আগের দিন রাতে, ইংল্যান্ডে। এর মধ্যে দিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য শেষ হল প্রিমিয়ার ক্রিকেট অধ্যায়। সেখানেই এখন বসছে জাতীয় দলের ক্যাম্প। সাসেক্সে পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার চেস্টা করবে দল। সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প দশদিনের। তারপর ৭ মে দল যাবে আয়ারল্যান্ডে, সেখানে ত্রিদেশীয় সিরিজ। এরপরই জুনের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
বুধবার ৩৬ রান দিয়ে তাসামুল হক ও আবুল হাসানের উইকেট নেন মাশরাফি। এরপর ব্যাট হাতে মাত্র ১৮ বলে এক চার ও দুই ছক্কায় ২৩ করে জেতান দলকে। ম্যাচসেরা তো তিনিই। তার আগে অবশ্য ইংল্যান্ড সফরে নিয়ে কথা বলেন মাশরাফি। টাইগারদের অধিনায়ক অবশ্য প্রত্যাশার লাগাম টেনে ধরেন। কেননা, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে দল।
মাঠ ভেজা থাকায় বুধবার ম্যাচ করা হয় ২৭ ওভারে।
সংক্ষিপ্ত স্কোর:
কলাবাগান ক্রীড়া চক্র: ২৭ ওভারে ১৭৭/৮ (মেহরাব জুনিয়র ৭৯*, আশরাফুল ০, মাসাকাদজা ২৯, তুষার ৬, তাসামুল ৫, মুক্তার ১, জসিম ২২, হাসান ২০, সঞ্জিত ৮*,শাহবাজ ০; শরীফ ১/৩২, রাসেল ১/৩৩, মোশাররফ ২/২৮, মাশরাফি ২/৩৬, জাইদি /১৪, মাহমুদুল ০/২৪, আসিফ ০/৬)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৬.৪ ওভারে ১৭৮/৭ (এজাজ ১৪, হাসানুজ্জামান ৩০, নাঈম ১৪, মুশফিক ৪৪, জাইদি ৩৭, মাশরাফি ২৩, মোশাররফ ৬, শরীফ ৪*, মাহমুদুল ১*; হাসান ২/৪১, মুক্তার ২/২৩, নাবিল ০/৩১, মাসাকাদজা ০/২৭, শাহবাজ ০/২৬, সঞ্জিত ২/৩০)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাশরাফি বিন মুর্তজা
Discussion about this post