ক্লাব ফুটবলে সর্বকালের সেরা তালিকা করতে গেলে প্রথম তিনজনের একজন হবেন তিনি। বার্সেলোনার হয়ে হয়ে জিতেছেন সবগুলো বড় ট্রফি। সেই লিওনেল মেসি বারবারই ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। এইতো রোববার রাতে ক্লাব ফুটবলের সেরা দ্বৈরথে চির প্রতিদ্ধন্দী রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় পায়ে ঝড় তুললেন। এল ক্লাসিকোতে উজাড় করে দিলেন নিজেকে। লা লিগার ম্যাচে দল জিতল ৩-২ গোলে। নিজে করলেন দুটো গোল। অন্যটি রাকিতিচের। রিয়ালের গোলদাতা কাসিমিরো ও জেমস রদ্রিগুয়েজ।
এই ম্যাচ শেষে লা লিগায় দুই ক্লাবেরই পয়েন্ট এখন ৭৫। অবশ্য ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়ালের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে বার্সা।
দলকে ইনজুরি সময়ের গোল জয় এনে দিয়েছেন মেসি। একইসঙ্গে এদিন রাতে অনন্য এক মাইলফলকও স্পর্শ করেন তিনি। লিগে চির শত্রু রিয়ালের বিপক্ষে তার গোল সংখ্যা ১৬টি। এই গোলে ভাঙ্গেন আরেক কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোর রেকর্ড। ক্লাসিকোতে এতোদিন সর্বোচ্চ গোলের রেকড ছিল এই রিয়াল তারকার। কাতালানদের জালে ১৪ বার বল পাঠিয়েছেন তিনি। সব মিলিয়ে এল ক্লাসিকোতে অবশ্য মেসির গোল সংখ্যা ২৩টি।
কাতালানদের হয়ে এই অার্জন্টাইন ৫০০ গোল করতে খেলেন ৩৪৩টি ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৯৪টি। এছাড়া কোপা দেল রেতে ৪৩, স্প্যানিশ সুপার কাপে ১২, ক্লাব বিশ্বকাপে ৫ ও ইউরোপিয়ান সুপার কাপে খেলেন ৩টি ম্যাশ।
এরমধ্যে ২৯ বছর বয়সী এই মহাতারকার রয়েছে ৩৭টি হ্যাটট্রিক। সত্যিকার অর্থেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে মেসিই হবেন ক্লাব ইতিহাসে সর্বকালের সেরা।
Discussion about this post